উৎসবের মরসুম এখনও শেষ হয়নি। বাতাসে পুজোর গন্ধ ভাসলেও আমাদের মন ভার। মা ফিরে গেছেন কৈলাসে । আবার একটা বছরের প্রতীক্ষা। পুজোর কদিন আনন্দ করতে সবাই ভালবাসে। আট থেকে আশি নতুন সাজে সেজে সবাই চায় মাতৃ বন্দনায় শামিল হতে কিন্তু অনেক সময়ই বয়স বাড়লে বিভিন্ন কারণে বয়স্ক লোকেরা পুজোর আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের জন্য বিভিন্ন সমাজসেবী সংগঠন পুজো পরিক্রমার আয়োজন করে। তাদের মধ্যে অন্যতম রদেভু।

 

 

অন্যান্য বছরের মত চলতি বছরে রদেভুর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ‘এই তো বেশ ভালো আছি’ দাদু দিদাদের সঙ্গে নিয়ে বিশেষ পুজো পরিক্রমা। শুধু ঠাকুর দেখাই নয়, সকলকে নাচ-গান-আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে মনোরঞ্জনের চেষ্টা করা হয়।অনুষ্ঠানের শেষে রধেভুর পক্ষ থেকে জয়েতি দত্ত সকলের হাতে উপহার তুলে দেন এবং সকলের জন্য মধ্যান্ন ভোজের ব্যবস্থা করে দাদু-দিদাদের বিনোদন দেওয়ার চেষ্টা করা হয়।এখানেই শেষ নয়, এদিন সংস্থার পক্ষ থেকে সকলের জন্য হেল্থ ক্যাম্পের ব্যবস্থাও করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা জয়েতি দত্ত, চিকিৎসক অতনু পাল, দীপায়ন সাহা, অনুসুয়া মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে চিকিৎসকরা প্রত্যেকেই সুস্থ্ থাকার পরামর্শ দিয়েছেন। এদিনের পূজা পরিক্রমা শুরু হয়েছিল আলিপুর সর্বজনীন দুর্গাৎসবের পুজো দিয়ে এবং শেষ হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে। অনুষ্ঠান শেষে দাদু দিদার মুখের হাসি এক অন্য মাত্রা যোগ করেছে। আগামী দিনে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে। জানালেন উদ্যোক্তা জয়েতি দত্ত।

 

 

Exit mobile version