কলকাতা: রাতের কলকাতায় যত্রতত্র অবৈধ পার্কিংয়ের রমরমা দীর্ঘদিনের। এতদিন বেআইনি পার্কিংয়ে গাড়ি রাখলে কাঁটা লাগিয়ে দেওয়া হত। কোনও কোনও ক্ষেত্রে গাড়ি তুলেও নিয়ে যাওয়া হয়। দিনের বেলা অবৈধ পার্কিং আটকানো গেলেও রাত্রি বেলা এই ঝামেলা আর পোহাতে চাইছে না কলকাতা পুরসভা।

 

পুরসভার পার্কিং এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্তারা জানাচ্ছেন, কোন রাস্তায় পার্কিংয়ের অনুমতি আছে আর কোথায় পার্কিং অবৈধ সেই তালিকা আধিকারিকদের কাছে রয়েছে। কোথাও বেআইনি পার্কিং নজরে পড়লে জরিমানা করা সম্ভব হবে। তবে এবার বেআইনি ভাবে গাড়ি পার্কিং করলে গাড়ির মালিকের কাছে চলে যাবে মেসেজ। চলতি মাস থেকেই এই নিয়ে তোড়জোড় শুরু করবে পুরসভা। সেই কারণে অত্যাধিক প্রযুক্তিকেই হাতিয়ার করা হবে।

 

কলকাতা পুরসভার কর্মী এবং আধিকারিকদের ব্যবহারে জন্য কেএমসি এমপ্লয়িজ নামে একটি অ্যাপ আছে। পুরসভার কর্মী আধিকারিকরা কী কাজ করছেন তার যাবতীয় তথ্য ও ছবি তুলে ধরা হয়। সূত্রের খবর, এবার সেই অ্যাপেই যুক্ত হবে নতুন ফিচার।

 

কলকাতা পুলিশ ও মোটর ভিয়িকেলসের সার্ভারের সঙ্গেও এই অ্যাপ যুক্ত থাকবে বলে জানা গেছে। ফলে বেআইনি পার্কিং হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে পাঠানো হবে জরিমানা মেসেজ। এক্ষেত্রে জরিমানা বাবদ এক হাজার টাকা নেওয়া হবে। ট্রাফিক আইন লঙ্ঘন করলে পুলিশের তরফে যেভাবে গাড়ির মালিকের কাছে মেসেজ পাঠানো হয় বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রেও সেই ভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Exit mobile version