কলকাতা: সোমবার দুপুরে গুরুতর অসুস্থ হন কবীর সুমন (Kabir Suman)। গায়ককে হাসপাতালে ভর্তি করতে হয়। স্থানান্তরিত করা হয় সিসিইউ-তে। পেরিয়ে গিয়েছে ২ ঘণ্টা, চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগের থেকে একটু ভালো আছেন গানওয়ালা। অক্সিজেন স্যাচুরেশনও এখন স্বাভাবিক হয়েছে। তবে বুকের সংক্রমণ আছে। হার্ট ফেলিওর জনিত সমস্যাও রয়েছে। কলকাতা মেডিকেল কলেজে-র তরফে চিকিৎসকদের বিশেষ টিম তৈরি করা হয়েছে, তাঁর জন্য।

 

হাসপাতাল সূত্রে  জানা গিয়েছে, সোমবার রাতেই হাসপাতালের বিছানায় শুয়েই চিকেন স্যান্ডউইচ খাওয়ার আবদার করেছিলেন শিল্পী। সেই আবদার রাখাও হয় হাসপাতালের তরফে। কবীর সুমনের (Kabir SUman) রক্তে শর্করার পরিমাণ এখনও অনিয়ন্ত্রিত।উচ্চরক্তচাপজনিত সমস্যাও আছে। এখনও অক্সিজেন সাপোর্টেই আছেন তিনি।তাঁর চিকিৎসার জন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, ফুসফুস রোগ বিশেষজ্ঞ এবং ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

 

হাসপাতালে ভর্তি হওয়ার পর খানিকটা সুস্থ হয়ে নিজেই নিজের আপডেট দেন। সামাজিক মাধ্যমে লেখেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।’

 

Exit mobile version