madhyamik free auto

কলকাতা: রাস্তার তীব্র যানজট এবং যত্রতত্র বাস, অটোর স্টপেজ দেওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। অনেক সময় বিভিন্ন রুটে অটো চলাচল নিয়েও সমস্যার সৃষ্টি হয়। তবে হাতের পাঁচটা আঙুলের মত সব অটো চালক এক রকম হয় না। এই প্রতিবেদনে তুলে ধরব অটো চালকের এক মানবিক রূপ।

 

জোকা তারাতলায় অটো চালায় অটোচালক রানা নাথ এবং তার বন্ধুরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে তারা প্রত্যেক বছর ফ্রি সার্ভিস দেন। তাই এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে ও দাঁড়িয়েছেন এই অটো চালকরা। ফ্রি সার্ভিস থেকে শুরু করে পেন,জলের বোতল, ফুল দিয়েছেন। যাতে কোন অসুবিধা ছাড়াই মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব সহজে স্কুলে পৌঁছাতে পারে সেই কারণেই তাদের উদ্যোগ। পাশাপাশি একটা হেল্পলাইন নম্বর তারা ফেসবুকে দিয়ে রেখেছেন ফলে যে সকল ছাত্র-ছাত্রীরা আর্থিক কারণে অটো ভাড়া করে যেতে পারেন না তারা খুব সহজেই গন্তব্যে পৌঁছতে পারবে।

 

Exit mobile version