কলকাতা: হাঁসফাঁস গরমের দিন শেষ। এবার কিছুদিনের স্বস্তি। চলতি সপ্তাহেই হু হু করে নামবে পারদ। সারা দেশ জুড়ে তাপমাত্রা নিম্নগামী হবে। একাধিক রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে কলকাতা, দিল্লি- সহ একাধিক শহর থাকবে কুয়াশায় মোড়া। IMD এর লেটেস্ট আপডেট অনুযায়ী সিমলা, মানালি, শ্রীনগর, লে-তে চলতি সপ্তাহে দিনের তাপমাত্রা মাইনাসে পৌঁছবে। আবহাওয়াবিদদের মত অনুযায়ী, পাহাড়ে দিনের তাপমাত্রা মাইনাসে পৌঁছলে শীতল বায়ুর প্রবেশ পথ প্রশস্ত হবে এবং সমতল অঞ্চলে পারদ পতন (Temperature decreases) হবে।

 

এই মুহুর্তে ছোট বড় শহরগুলিতে দিনের তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা ধীরে ধীরে ১০ থেকে ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। হিমালয়ের পশ্চিমাংশে লাগাতার তুষারপাত চলছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে দিল্লি, NCR, লখনউ, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, লুধিয়ানা, পাটনা সহ একাধিক জায়গায় কমবে রাতের তাপমাত্রা।

 

 

Exit mobile version