প্রেমের প্রতীক তাজমহল(Tajmahal) প্রায় সকলেরই দেখা। কিন্তু তাজমহলের(Tajmahal) একাংশ সকলেরই অদেখা। কেবল এই মাসে বন্ধ থাকা অংশে সকলের প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে। আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি থাকছে এই বিশেষ সুবিধা। তাই ফেব্রুয়ারী মাসটা তাজ মহলের দর্শকদের কাছে এক বারেই আলাদা।

 

বিশেষ সুবিধা কী?
৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের ৩৬৯তম জন্মদিন উপলক্ষ্যে উরস উৎসব। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই তিন দিন তাজমহলের (Tajmahal)বেসমেন্টে অবস্থিত শাহজাহান এবং তাঁর স্ত্রী মমতাজের মূল সমাধি দেখারও সুযোগ পাবেন দর্শনার্থীরা। যা, বছরের অন্যসময় বন্ধ থাকে। শাহজাহানের জন্মদিন উপলক্ষ্যেই কেবলমাত্র এই সুবিধা দেওয়া হয়। শুধু সমাধি দর্শনের সুবিধা নয়, এই তিন দিন দুপুর ২টো থেকে থেকে সন্ধে পর্যন্ত পর্যটক ও উরস উপলক্ষ্যে আগত তীর্থযাত্রীরা বিনামূল্যে তাজমহল পরিদর্শন করতে পারবেন।

 

উরস উৎসব উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান
৬ই ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ খোলা হবে সমাধির দরজা। এরপর মূল সমাধি জল দিয়ে ধুয়ে করা হবে পবিত্র। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ সংস্কৃতি অনুষ্ঠানের। উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি কর্মসূচি হিসেবে শাহজাহান এবং মমতাজের মূল সমাধিতে চন্দন অর্পণ করা হবে। এই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে কাওয়ালি অনুষ্ঠানের। শেষ দিন অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি শাহজাহান এবং মমতাজের সমাধিতে বিশেষ ধর্মীয় আচারের পাশাপাশি পরিবেশিত হবে কাওয়ালি। সেই সঙ্গে সমাধি চাদর দিয়ে ঢাকা দেওয়া হবে।

 

ভিড় সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে  উরস উপলক্ষ্যে বছরের এই দিনটিতে ভক্তদের পাশাপাশি প্রচুর পর্যটকের সমাগম হয়। সেই ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। তাজমহল চত্বরে প্রবেশের সময় সিগারেট, বিড়ি, পান-মশলা, পতাকা, পোস্টার বা আতসবাজি বহন করার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এরই পাশাপাশি বই, স্ক্রু ড্রাইভার, লাইটার ও ছুরি মতো জিনিষও করা হয়েছে নিষিদ্ধ।

প্রসঙ্গত, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তাজমহল পরিদর্শনের সেরা সময়। কারণ এই সময় তাপমাত্রা কম থেকে। তবে, অনেকের মতো ফেব্রুয়ারি মাসটা হচ্ছে তাজমহল দেখার সেরা সময়। আর এর প্রধান কারণ হচ্ছে শাহজাহান এবং মমতাজের মূল সমাধি দর্শন। তার সঙ্গে রয়েছে বাড়তি পাওনা উরস উৎসব। এই উৎসব উপলক্ষ্যে সর্বধর্ম সমণ্বয়ের অপূর্ব মেলনব্ধন দেখা যাবে তাজমহল চত্বরে।

 

Exit mobile version