অযোধ্যার মন্দিরে (Ayodhya Mandir) রামলালার বিগ্রহের (Ram Idol) ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিন কেন্দ্রীয় সরকারের (Central Government) নির্দেশ অনুযায়ী অর্ধদিবস ছুটি থাকবে নয়াদিল্লির এমস। আগামী ২২ শে জানুয়ারি, সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে হাসপাতাল। তবে চালু থাকবে আপৎকালীন চিকিৎসা পরিষেবা । শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছেন এমস কর্তৃপক্ষ।

 

কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে

শনিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘২২শে জানুয়ারি, সোমবার অযোধ্যায় রামালালার বিগ্রহের (Ram Idol) ‘প্রাণপ্রতিষ্ঠা’ উদ্‌যাপন হবে  দেশ জুুড়ে। সেই উপলক্ষে দুপুর আড়াইটে পর্যন্ত কেন্দ্রীয় সরকারি দফতরে ছুটি ঘোষণা করেছে ভারত সরকার (Central Government of India)। এমসের সকল কর্মীদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে, ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে এই প্রতিষ্ঠান। সমস্ত কেন্দ্রের প্রধান, বিভাগীয় প্রধান, শাখা দফতরগুলিকে কর্মীদের বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।’’তবে চালু থাকবে আপৎকালীন পরিষেবা। বিজ্ঞপ্তিতে তা-ও জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস দিল্লি এমসে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সে কারণে সমস্ত আপৎকালীন চিকিৎসা পরিষেবা চালু থাকবে।

 

২২শে জানুয়ারি দিল্লি সরকারের অধীনস্থ সমস্ত দফতরেও দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি থাকবে। দিল্লির লেফটেনান্ট গভর্নর ভিকে সাক্সেনা সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। অনুষ্ঠানের সম্প্রচার দেখার জন্য সেই ছুটি। ওই দিন বন্ধ থাকবে বম্বে স্টক এক্সচেঞ্জ।

এর আগে বিজেপিশাসিত বেশ কয়েকটি রাজ্যের সরকারি দফতরে রামের বিগ্রহের (Ram Idol) ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষে  ছুটি ঘোষণা করা হয়েছে ২২শে জানুয়ারি । মহারাষ্ট্র, রাজস্থানের বিজেপিশাসিত সরকারও সে দিন সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি দিয়েছে। দুপুর ২টো পর্যন্ত সরকারি দফতরে বন্ধ থাকবে কাজকর্ম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ওই দিন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ওই দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানে সব সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান সে দিন ছুটি থাকবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, অসম, হরিয়ানাতেও  রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিন মদের দোকানও বন্ধ থাকবে। গোয়ায় সমস্ত স্কুল এবং সরকারি অফিস বন্ধ থাকবে। সিকিমেও বন্ধ থাকবে রাজ্য সরকারের অধীনস্থ দফতর, স্কুল, কলেজ। ২২ জানুয়ারি দ্বীপরাষ্ট্র মরিশাসেও হিন্দু সরকারি কর্মীদের দু’ঘণ্টা ছুটি দিয়েছে সে দেশের সরকার। দু’ঘণ্টা অফিসের বাইরে বেরিয়ে প্রার্থনায় যোগ দিতে পারেন তাঁরা।

 

 

Exit mobile version