bidyut-chakraborty poster after unesco world heritage recognition

ইউনেস্কোর তরফ থেকে শান্তিনিকেতন তথা বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না উপাচার্যের । রবিবার সন্ধ্যায় ইউনেস্কোর তরফে বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার বিষয়ে ঘোষণা করা হয়। তারপরই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শান্তিনিকেতন বাসি। কিন্তু তার মধ্যেই আবারও বিতর্কে শান্তিনিকেতন। 

poster against bidyut chatterjee

এবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি প্রসঙ্গে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরি নিশানা করে পোস্টার দেওয়া হলো শান্তিনিকেতনের বিভিন্ন স্থানে। সেখানে সরাসরি উপাচার্যকে আক্রমণ করা হয়। তাঁর ওপর অভিযোগ তোলা হয়েছে তিনি নাকি হেরিটেজ হওয়া আটকাতে ইউনেস্কোকে চিঠি দিয়েছিলেন। 

আরও পড়ুন : Santiniketan World Heritage : ইউনিস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় কবিগুরুর শান্তিনিকেতন

হেরিটেজ সংক্রান্ত কোনো দায়িত্ব উপাচার্যকে দেওয়া হয়নি এমন উল্লেখ ও করা হয়েছে এই পোস্টার গুলিতে। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে সেই বিষয়ে জানা যায়নি। যদিও ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর এই ধরনের পোস্টার কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ বিশ্বভারতীকে ছোট করা হয়েছে এই ধরনের পোস্টার এমন খুশির দিনে দেওয়াতে।

Exit mobile version