উপত্যকায় ফের জঙ্গি হামলা। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনার পর পর দু’টি ট্রাকে হামলা আতঙ্কবাদীদের। গত এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার বড় জঙ্গি হামলা হল কাশ্মীরে। ইতিমধ্যেই পুঞ্চ জেলার ঘটনাস্থলে সেনার একটি টিম পৌঁছেছে। চলছে গুলির লড়াই।

 

সূত্রের খবর, পুঞ্চের সুরাকোটে এলাকার ডেরা কি গলি এলাকা দিয়ে পাস করছিল সেনা ট্রাকগুলি। সে সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতেই লুকিয়ে ছিল তারা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এমনই। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ইন্টালিজেন্স সূত্রে খবর, সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে পুঞ্চ সেক্টরে। উল্লেখ্য, গত মাসে রাজৌরির কালাকোটে সেক্টরে জঙ্গি হামলায় নিহত হন দুই ক্যাপ্টেন সহ মোট পাঁত জওয়ান। গত কয়েক বছর ধরেই কাশ্মীরের এই অঞ্চলগুলিতে সন্ত্রাসবাদীদের ঢুকে পড়ার একাধিক খবর পাওয়া গিয়েছে।

 

২০০৩ থেকে ২০২১ সালের মধ্যে এই সেক্টর জঙ্গি মুক্ত ছিল বলেও জানাচ্ছে লেটেস্ট তথ্য। তবে তারপর থেকে এনকাউন্টারের সংখ্যা অনেকটাই বেড়েছে। গত দু’বছরে মোট ৩৫ জন জওয়ান জঙ্গিদের হাতে নিহত হয়েছেন বলেও উঠে এসেছে তথ্যে।

 

 

 

Exit mobile version