নতুন বছরের শুরুতেই বড় বিপর্যয়। দিল্লি এইমসে (AIIMS in Delhi) ভয়াবহ আগুন। বৃহস্পতিবার সকালে আগুন লাগে নয়া দিল্লির এইমস হাসপাতালে (AIIMS in Delhi)। আগুন লাগে হাসপাতালের টিচিং ব্লকে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

হাসপাতালের কর্মীরা ঘর থেকে কালো ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত দরজা খোলেন। দেখা যায় ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। ঘণ্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের গ্রাসে হাসপাতালের প্রচুর আসবাবপত্র ও বহু গুরুত্বপূর্ণ রেকর্ডও নথি পুড়ে গেছে। আসবাবপত্র ও ফ্রিজ থেকে  আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান।

 

এর আগে ২০২৩ সালের ৭ অগাস্ট আগুন লাগে দিল্লির এইমসে (AIIMS in Delhi)। আগুন নেভাতে লড়াই চালায় দমকলের আটটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। আগুন লাগার জন্য কিছুক্ষণ বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি পরিষেবা। সেবারও কোনও হতাহতের খবর মেলেনি। শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তড়িঘড়ি ধোঁয়া বের করে দেওয়ার জন্য দোতলার জানালার কয়েকটি কাচ ভেঙে ফেলেন ডাক্তার, নার্সিং স্টাফ এবং গার্ডরা। এলাকাটি ধোঁয়ায় ভরে যাওয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এক তলার শিশু ও প্রাপ্তবয়স্কদের জরুরি ওয়ার্ডের সমস্ত রোগীদের। রোগীদের মধ্যে কয়েকজনকে স্থানান্তরিত করা হয় কাছের সফদরজং হাসপাতালে। দো-তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটারে তখনও কাজ চলছিল। সেখান থেকেও সরিয়ে নিয়ে যাওয়া হয় রোগীদের।

 

Exit mobile version