Bachchan family

মাসখানেক ধরেই খবরের শিরনামে বচ্চন পরিবার। তবে সম্পত্তির ভাগাভাগি নয়, আলোচনার কারণ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের ঘনিয়ে আসা দূরত্বের কথা । 

 

এমনকি ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছিল। তবে এবার সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনায় বচ্চন পরিবার। আসুন জেনে নি বচ্চন পরিবারের কে কতটা সম্পত্তি পাবে। 

 

গত সপ্তাহে, জুহু বিচের ধারের প্রতীক্ষা বাংলোটি কন্যা শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এরপরই জানা যায়, নিজের সব সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছেন ‘বিগ বি’।

জানা গেছে, অমিতাভ বচ্চনের ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০০ কোটি টাকার সম্পত্তির ভাগ কীভাবে হবে তা ঠিক হয়েছে। অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চনের মধ্যে তাঁদের বাবার সম্পদের অর্ধেক অর্ধেক ভাগ হবে।

সেই হিসাবে অভিষেক ও শ্বেতা একেকজন ভারতীয় মুদ্রায় পাবেন প্রায় ২ হাজার কোটি টাকা। অভিষেক বচ্চনের মোট সম্পদের পরিমাণ এখন ২৮০ কোটি টাকা, অন্যদিকে শ্বেতার আছে ১১০ কোটি টাকার সম্পদ।

 

আরও পড়ুনঃ Joint pain: শীতের মরসুমে গাঁটের ব্যথা? উপশম কোন উপায়ে

 

অভিনয় ছাড়াও বিজ্ঞাপনচিত্র করেন অভিষেক। এ ছাড়া নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত অভিনেতা। কয়েক দিন ধরে বচ্চন পরিবারের সম্পদের ভাগাভাগি নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। তবে অভিষেক বা শ্বেতা এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

 

Exit mobile version