ganpath teaser release

কিছুদিন আগেই বলিউডে রিলিজ করল টাইগার ৩ এর ট্রেলার। যেখানে সবাই টাইগার ৩ এর প্রশংসায় পঞ্চমুখ সেখানে আসল জীবনের টাইগার কি করে পিছনে থাকে। গণেশ চতুর্দশীর পরেই টাইগার শ্রফের নতুন সিনেমা গণপত (Ganpath)  এর টিজার রিলিজ করল। তবে গণপতের টিজার কিন্তু ফ্যানেদের মন জয় করে নিতে বাধ্য করেছে।

 

টাইগার শ্রফ মানেই অ্যাকশন ফিল্ম। তবে টাইগার শ্রফকে যে ফিউচার টেকনোলজি থ্রিলার মুভিতে দেখা যাবে এটা কেউ ভাবেনি। গণপতের (Ganpath) ব্যাপারে এর আগে শুধু পোস্টারই রিলিজ হয়েছিল মানুষ তাই ভেবেছিল এটা বাকি সিনেমাগুলোর মত একটি অ্যাকশন নিয়ে ভরপুর সিনেমা হবে। কিন্তু টিজার বেরোতেই মানুষের সে ভুল ভেঙে গেছে। 

গণপত (Ganpath) একটি ডিস্টোপিয়ান ভবিষ্যতের সিনেমা। যেখানে দেখানো হয়েছে ২০৭০ সাল। যখন পৃথিবী প্রায় ধ্বংসের কাছাকাছি। এবং মানুষজন টেকনোলজির দাস হতে চলেছে, তখন তাদেরকে বাঁচাতে আসবে গণপত।

 

তবে গণপতের (Ganpath) ফার্স্ট লুক প্রভাসের আপকামিং সিনেমা ‘কালকি ২৮৯৮ এডি’-র (Kalki 2898 AD) সাথে কিছুটা মিল পাওয়া যায়। তবে এই সিনেমায় মহাভারতের সাথে কিছুটা মিল থাকবে বলেই বোঝা যাচ্ছে। এই সিনেমায় প্রভাস কে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে দেখানো হবে। তবে কি টাইগারের গণপতও (Ganpath) কি  মাইথোলজির সাথে কোন যোগাযোগ দেখাবে?

 

আরও পড়ুনঃ Animal Teaser : রণবীর কাপুরের জন্মদিনে রিলিজ হল ,তার নতুন সিনেমার টিজার অ্যানিম্যাল

 

টিজারের শেষে মেঘের মধ্যে ভগবান গণেশের একটি প্রতিচ্ছবি দেখানো হয়। এর থেকে মনে হতেই পারে গণপত সিনেমটিতে পার্বতী শিব আর গণেশের কোন না কোন সম্পর্কের ব্যাপারে দেখাবে। টিজার দেখে বোঝাই যাচ্ছে অ্যাকশন সিন গুলো টাইগার টাইগার শ্রফ অসাধারণ ভাবে মানুষের মন জয় করে নেবে। তবে এক্টিং স্কিলস, ডায়লগ ডেলিভারি এগুলোর উপরে এখনো টাইগারের অনেক কাজ করা বাকি আছে । 

 

তবে বিদেশি সিনেমার হাওয়ায় এই সিনেমাতেও VFX আর CGI- এর ব্যবহার অনেকটাই দেখা যাবে। ফিউচারিসটিক সুপারহিরো সিনেমায় VFX এর ব্যবহার যত বেশি হয় এবং যত নিখুঁত হয় মানুষ ততোই সেই সিনেমাকে ভালোবাসে।

 

সিনেমাতে হিরোইন প্রীতি সাননের ফাইটার লুক অনুরাগীদের মন জয় করে নিতে পারবে। এবং অমিতাভ বচ্চনের চরিত্রটিকে খুবই রহস্যজনকভাবে দেখানো হয়েছে। মিলিয়ে গণপত এর টিজার মানুষের মন জয় করে নিতে পেরেছে। এবার দেখার বিষয় সিনেমাটি মানুষের মন কতটা জয় করতে পারে।

 

Exit mobile version