Tiger 3 | Tiger ka message

এসে গেল যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) স্পাই সিরিজের (YRF Spy Universe) বহু অপেক্ষাকৃত সিনেমা টাইগার ৩(Tiger 3) এর টিজার । টিজারের শুরুতেই ‘টাইগার কা ম্যাসেজ’(#TigerKaMessage )। পাঠান সিনেমার শেষেই টাইগার থ্রি-এর জল্পনার কথা মানুষ বুঝতে পেরেছিল। গতকাল এই টিজার রিলিজ করে ধামাকাদার বার্তা নিয়ে হাজির হলো সালমান খান। 

 

যশ রাজের স্পাই ইউনিভার্স YRF Spy Universe) নিয়ে মানুষের মনে উত্তেজনার শেষ নেই। পাঠান ছবিতে সালমানের এন্ট্রি ফ্যানেদের এই উত্তেজনা আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল এতেও কোন সন্দেহ নেই। তারপর থেকেই ফ্যানেরা টাইগার ৩(Tiger 3) এর মুক্তির অপেক্ষায় ছিল।

 

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মণীশ শর্মা। আদিত্য চোপড়ার প্রযোজিত এই ছবির হাত ধরে আসতে চলেছে স্পাই ইউনিভার্সের এক নতুন অধ্যায়। তবে টিজারে দেখা যাচ্ছে এবার টাইগার দেশ ভক্তির জন্য নয় দেশ দ্রোহির জন্য চিহ্নিত হয়েছে। তবে টাইগার কি দেশদ্রোহীর কালো দাগ মুছতে পারবে? এই নিয়েই টাইগার ৩ এর প্লট।

 

টিজারের শুরুতেই টাইগারের একটি বার্তা, এবং সেই বার্তায় শোনা যায় তার জীবনের কথা। শুরুতেই তিনি বলেন তার আসল নাম বলেন অবিনাশ সিং রাঠোর তবে টাইগার নামেই সে পরিচিত। কুড়ি বছর দেশের জন্য রক্ত ঝরিয়েছে সে। আজও সে তার জন্য প্রস্তুত। তার দাবি ভারতই তাকে এবং তার ছেলেকে বলে দেবে সে দেশদ্রোহী না দেশভক্ত।

 

তবে এরপরই দেখা যায় সালমানকে তার অ্যাকশনের অবতারে। আবারো অ্যাকশন সিকোয়েন্স নজর কারবে তা নিয়ে কোন সন্দেহ নেই। কারণ একশন ডিরেকশনে মার্ভেল ইউনিভার্সের ডিরেক্টরদেরকে আনা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম সি-ইয়ং-হো (Se-yeong Oh)। ইনি একজন কোরিয়ান একশন ডিরেক্টর যিনি অ্যাভেঞ্জার ফিল্মের অ্যাকশন পরিচালনা করেছেন এবং অস্কারজয়ী প্যারাসাইট সিনেমার অ্যাকশনও পরিচালনা করেছেন। 

 

তবে টিজারে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কে কিন্তু দেখা গেল না। তার এক ঝলক দেখেই ক্ষান্ত থাকতে হলো অনুরাগীদের। আর সব থেকে বেশি নজর কারলো সালমানের সেই পুরনো ডায়লগ ‘টাইগার জব তাক মরা নেহি তাব তাক টাইগার হারা নেহি’। দীপাবলিতেই মুক্তি পাচ্ছে টাইগার ফ্রাঞ্চাইজির এই নতুন ছবি।

Exit mobile version