কলকাতা: জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক যোগমায়া। নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৈয়দ আরেফিনকে। তবে তিনি পর্দায় নতুন মুখ একেবারেই নন, এর আগে তাকে ‘ইরাবতীর চুপ কথা’, ‘খেলাঘর’, ‘তুঁতে’-এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে। সবচেয়ে বেশি দশকের কাছে তিনি মনোরঞ্জন করেছিলেন শান্টু গুন্ডার মাধ্যমে। নতুন ধারাবাহিক ‘যোগমায়া’ শুরুর আগে গোটা টিমসহ আরেফিন এসেছিলেন দাদাগিরির মঞ্চে । সেখানেই অভিনেতা তার অভিনয়ে জীবনে আশা নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করলেন। সৌরভ গাঙ্গুলী আরেফিনকে চিত্তরঞ্জন এর ঋত্বিক বলে আখ্যা দেওয়ায় তিনি বলেন ‘ছোটবেলায় পাগলামি ছিল। তখন ‘কহনা পেয়ার হ্যায়’ রিলিজ করেছিল। হৃত্বিক রোশনকে দেখে খুব ভালো লাগে, যা হয় আর কি তখন শুধু ঋত্বিক রোশন কেই নকল করতাম। চিত্তরঞ্জন খুবই ছোট জায়গা। ১৬০০০ কর্মী কাজ করতেন ওখানে, তখন ওদের মধ্যে আমি ফেমাস হয়ে যাই’। 

 

তিনি আরও জানান ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনেতা  হওয়ার । তবে বাবা চাইতেন ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। তাই বাড়ির অমত থাকায় ক্লাস টুয়েলভ এর পরেই বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসি। কলকাতায় এমন কোন জায়গা নেই যেখানে তিনি থাকেননি।

 

অভিনেতা বলেন ‘রিসড়া দিয়ে শুরু করেছিলেন তারপর কলকাতায় গ্রামস রোড বলে একটা জায়গা আছে সেখানে চলে আসি। স্ট্রাগল এক কথায় বলতে পারব না। আমার স্ট্রাগল দেড়শ টাকা দিয়ে শুরু হয়েছিল , ৭০০ টাকায় শেষ হয়েছিল সেই টাকায় কিভাবে থাকা যায়? কলকাতায় আশা করছি সবাই বুঝতে পারছ’।

 

অভিনেতা সৈয়দ অরফিন তুঁতে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করলেও বেশ কিছু এপিসোড তাকে দেখা যায়নি। তবে সেই সময় তার জনপ্রিয়তা তুঙ্গে থাকায় দর্শকরা তাকে খুঁজতে থাকে অবশেষে তুঁতে ধারাবাহিক শেষের পর তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসেন পর্দায় ‘যোগমায়া’ -র মাধ্যমে ।

 

আরও পড়ুন: Art Exhibition: প্রিন্সেপস গর্বের সাথে গোবর্ধন অ্যাশের রেট্রসপেক্টিভ উপস্থাপন করে

Exit mobile version