সম্প্রতি সদ্য বিবাহের মাধ্যমে খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রীর রূপাঞ্জনা মিত্র(Rupanjana Mitra)। নিজের চেয়ে বয়সে ছোট পুরুষের সঙ্গে ঘর বেঁধে আলোচনার কেন্দ্রে তিনি । ছেলেকে নিয়েই বিয়ে করেন। যদিও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন অনেকেরই অজানা। টলিউডের জনপ্রিয় মুখ রূপাঞ্জনার বাবা গায়ক এবং মা পরিচালক। সদ্য বিবাহিত স্বামী ও টলিউডের উঠতি পরিচালকদের মধ্যে একজন।

 

অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের বাবা সংগীতশিল্পী গৌতম মিত্র। একসময় যাকে বলা হত আশির দশকের হেমন্ত। গৌতম মিত্রের কন্ঠ ছিল অবিকল হেমন্ত মুখোপাধ্যায়ের মত। অতীতে তার নিজস্ব মৌলিক গান হিট করে তৎকালীন পলিডোর মিউজিক কোম্পানি থেকে। তিনি ছিলেন একজন সংগীত পরিচালক। লাল পাহাড়ি ছবির সংগীত পরিচালনা করেন গৌতম বাবু। শোনা যায় এক সময় তার সুরে গান গেয়েছিলেন সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। যদিও সংগীত জগতে রাজনীতির শিকার হয়ে প্লেব্যাক থেকে বাদ পড়েছিলেন অভিনেত্রীর বাবা।

 

 গৌতম মিত্রর স্ত্রী অর্থাৎ রূপাঞ্জনার মা শুক্লা মিত্র ছিলেন বিখ্যাত পরিচালক এবং প্রযোজক। টলিউডের মহিলা পরিচালকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। রবি ঠাকুরের ‘গোরা’ চলচ্চিত্রে রূপায়ণ করেছিলেন তিনি। গৌতম মিত্র ও শুক্রা মিত্রর পরে বাংলা ইন্ডাস্ট্রিতে আসেন তাদের কন্যা রুপাঞ্জনা মিত্র।

 

 প্রথমে তিনি বিয়ে করেন রেজাউল হককে। বলেছিলেন রেজাউল তার অভিনয়ের শক্তি।  যদিও ছেলে রিয়ান এর জন্মের পরই ভেঙে যায় রূপাঞ্জনা ও রেজাউলের সংসার।  ছেলের প্রতি  মা-বাবার কর্তব্য একসাথে পালন করেছেন অভিনেত্রী। একদিকে কাজ অন্যদিকে সংসার, দক্ষ হাতেই সামলেছেন তিনি।

 

 এরপর নদীর স্রোতের মত পেরিয়েছে সময়। তার জীবনে আসেন পরিচালক রাতুল মুখোপাধ্যায়। শুরু দীর্ঘ ৬ বছরের লিভ ইন সম্পর্কের পর অবশেষে নিজের ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছেন তারা। ছেলের মত নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন পরিচালক অভিনেত্রী। টলিউডের স্পষ্টবাদী অভিনেত্রী নতুন করে শুরু করেছেন তার জীবনের নতুন অধ্যায়। তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা।

 

আরও পড়ুন: Pallavi Sharma: যেটা পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গা সেটাই আমার জীবনে ফাঁকা বললেন ছোট পর্দার পর্ণা ওরফে পল্লবী শর্মা 

Exit mobile version