উৎসবের আবহে শুধু খাওয়া দাওয়া আর ঠাকুর দেখাই নয়, গান বাজনারও তো দরকার । বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । পুজোর গান ছাড়া পুজোর আনন্দই অসম্পূর্ণ । পুজোর ফ্যাশনের মত পুজোর গান নিয়ে উৎসাহ সকলের মধ্যেই আছে ।

 

দুর্গাপুজো ছাড়া যেমন বাঙালির বর্ষযাপন অসম্পূর্ণ, তেমনই পুজোর গান ছাড়া  অদিতি মুন্সীর ‘বারো গানে বর্ষ যাপন’ অসম্পূর্ণ।  প্রতি মাসের বারো তারিখ , অদিতি মুন্সীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে একটি করে নতুন মৌলিক ভক্তিগীতি। এই অক্টোবারের বারো তারিখ মুক্তি পেয়েছে ‘বারো গানে বর্ষ যাপন’-এর ষষ্ঠ  গান ‘অনন্দিনী মা’ ।

 

অদিতি মুন্সীর কণ্ঠে, সপ্তর্ষি ঘটকের কথায় এই গানের সংগীত ভাবনা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পণ্ডিত  তন্ময় বসু।  সঙ্গীতম নিবেদিত ‘বারো গানে বর্ষযাপন’ এ এই গানের মধ্যে দিয়ে আমরা  সম্মান জানাতে চেয়েছি  দেবীস্বরুপিনী সকল নারীশক্তিকে। সব নারীশক্তির মধ্যেই রয়েছেন মা আদিশক্তির অংশ । সেই শক্তিই কখনো দেবী দুর্গা, কালী, জগদ্ধাত্রী বা অন্নপূর্ণার রুপ ধরে আমাদের আগলে রাখেন। এই শক্তিরূপিণী আনন্দিনী মায়েরা আবার  সময় উপযোগী হয়ে উন্মেলিত করেছেন নিজেদেরকে সমাজের প্রতিটা কার্যক্ষেত্রে। প্রণাম জানানো হয়েছে পৃথিবীর উমা রূপী প্রত্যেক মায়েদের, মেয়েদের জীবন সংগ্রামকে। আমাদের বিশ্বাস অদিতির এই গান ‘আনন্দিনী মা’  আপামর বাঙালীর মনে জায়গা করে নেবে।

Exit mobile version