বাড়িতে গান-বাজনার চল থাকলে সবাই চান বাড়ির ছোট সদস্যরা গান বাজনা শিখুক অথবা যাদের বাড়িতে গান-বাজনার বিশেষ চল নেই কিন্তু বাড়ির বড়রা গানবাজনা ভালোবাসেন তারাও কিন্তু চান বাড়ির ছেলে মেয়েরা গান-বাজনার পরিবেশে বড় হয়ে উঠুক। সেই কারণে খুদে সদস্য বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সংগীত শিক্ষার জন্য কোনও স্কুলে ভর্তি করা হয়। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় সংগীতের চেয়ে বাদ্যযন্ত্রের দিকে আগ্রহ অনেক বাচ্চারই বেশি থাকে। আবার ভালো গান গাওয়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ সারেঙ্গী, গিটার, তবলা এই ধরনের বাদ্যযন্ত্র ভালোবাসে তখন তারা বাদ্যযন্ত্র শিখতেও আগ্রহী হয়। কারও কারও স্বপ্ন থাকে সে বড় হয়ে মিউজিককেই  পেশা হিসেবে নেবে কিন্তু কীভাবে একজন দক্ষ মিউজিসিয়ান হওয়া সম্ভব?  কীভাবে অনুশীলন করতে হয়?  এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ক্লিক করতে হবে নিচের লিঙ্কে।

 

ক্লিক করুন এই লিঙ্কে

 

 

 

 

আরও পড়ুন: Mithai Serial: টলিউড ছাড়িয়ে বলিউডে পাড়ি মিঠাইয়ের প্রধান তারকার, খুশি দর্শকরা

Exit mobile version