জি বাংলার অতি জনপ্রিয় একটি ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা।‘ ধারাবাহিকটি একসময় টিআরপি তালিকাতে ও শীর্ষ ছিল। ধারাবাহিকের মুখ্য চরিত্রে আছে দ্রোণ মুখোপাধ্যায় অর্থাৎ পরাগ  এবং মানালি দে অর্থাৎ শিমুল। তবে মুখ্য চরিত্রে আর বেশি দিন থাকবে না অভিনেতা দ্রোণ। তাহলে কি ধারাবাহিক ছেড়ে দিলেন তিনি?

 

 ধারাবাহিকের কাহিনী অনুযায়ী পরাগ শিমুলের বিবাহ হলেও সেই বিয়ে কোন দিনই সুখের হয়নি। কখনোই তারা সুখের জীবন যাপন করতে পারেনি, ফলে তাদের ডিভোর্স হয়। সম্প্রতি গল্প বইছে অন্যদিকে। ডিভোর্সের পর আবার নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, পরাগ, শিমুলের মধ্যে।

 

 তাদের আবার নতুন করে বিয়ে হয়েছে। পরাগের অ্যাক্সিডেন্ট কে কেন্দ্র করেই তারা আবার একসূত্রে আবদ্ধ হয়। এর মাঝে শোনা গেল আর দেখা যাবে না শিমুল পরাগ জুটি। যারা এই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা জানেন সদ্য এই ধারাবাহিকের একটি নতুন প্রমো প্রকাশ পেয়েছে । তাতে দেখা গেছে শিমুলের জীবনে আসতে চলেছে নতুন মানুষ সে পেশায় পুলিশ অফিসার। সে সবসময় শিমুলের পাশে থাকবে।

 

 এমনকি জানা যাচ্ছে ভবিষ্যতে তাকে দেখা যাবে শিমুলের বিপরীতে। এই নতুন চরিত্র দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসুকে(Rahul Dev Bose)। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার চরিত্রের নাম অর্ণব সেনগুপ্ত। তাহলে কি আর দেখা যাবে না শিমুল পরাগকে? এই বিষয়ে কোন মন্তব্য করেননি অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়।

 

 দেখা যাক আগামী দিনে কী হয়?  উল্লেখ্য আগামী ৮ই এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অষ্টমী’ ।এই ধারাবাহিকের জন্য স্লট বদল হয় ‘কার কাছে কই মনের কথা‘-র। আর তাই ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি জায়গা নিয়েছে রাত্রি  ৯.৩০ টার স্লটে। স্লট বদল হওয়ায় দর্শকরা চিন্তিত ধারাবাহিক না সময়ের আগেই শেষ হয়ে যায়।

 

আরও পড়ুন: Wynn.Fit: কলকাতায় একটি অনন্য ফিটনেস অভিজ্ঞতা প্রদান করে প্রথম বার্ষিকী উদযাপন করল

Exit mobile version