কলকাতা: দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। অভিনয়ের ফাঁকে অনেক দিন ধরে লেখালিখিও করছেন। এবছর বই মেলায় প্রকাশিত হয়েছে তার বই। কাশ্মীর উপত্যাকা নিয়ে বই প্রকাশের পর গসিপি বং (Gossipy Bong) এর মুখোমুখি অভিনেতা, লেখক ভাস্বর চ্যাটার্জি।

 

প্রশ্ন: বইমেলা প্রকাশকদের কতটা সহায়তা করে?

ভাস্বর: প্রচুর কম বয়সী ছেলে মেয়েরা বই কিনছে। এটাই প্রকাশকদের ভাল লাগার জায়গা।

 

প্রশ্ন: বই মেলায় বইয়ের থেকে নাকি খাবার দোকানে ভিড় বেশি?

ভাস্বর: না না যারা ১২ টা ১টায় ঢুকছে ৮ টা অবধি থাকছে তারা তো খাবেনই। লাখ লাখ টাকার বই বিক্রি হচ্ছে।

 

আরও জানতে ক্লিক করুন

Exit mobile version