বাংলা বিনোদন দুনিয়ায় জনপ্রিয় মুখ ছিলেন মোনালিসা পাল। ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে আজও নস্টালজিয়ার আরেক নাম মোনালিসা। একসময় তার সঞ্চারিত জনপ্রিয় অনুষ্ঠান ছিল সঙ্গীত বাংলার হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজ, বাংলা গান, মোনালিসার সঞ্চালনা মানেই একরাশ পুরনো স্মৃতি। সংগীত বাংলার এই অনুষ্ঠানের সুবাদে বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন এই সুন্দরী।

 

 একসময় মোনালিসা অভিনয় করেছেন বেশ কিছু বাংলা সিনেমা এবং ধারাবাহিকে। তবে তার এই হাওড়া ব্রিজ শোটি ছিল ভীষণ জনপ্রিয়। তখন ছেলেমেয়েদের হাতে এখনকার মত মুঠোফোন ছিল না। আর সমাজমাধ্যমের তো অস্তিত্ব ছিল না বললেই চলে।

 

 তখনকার ছেলেমেয়েরা ঘড়ির কাঁটা ধরে নির্দিষ্ট সময় টিভি খুলে বসে পড়তো। সঞ্চালিকা মোনালিসার চিঠি পড়ে শোনানো এবং বাংলা আধুনিক গান শোনার অপেক্ষায়। মোনালিসার কথা বলার ধরন আর সেই সঙ্গে মিষ্টি হাসি ছিল শো এর মূল ইউএসপি ।তবে বহুদিন টেলিভিশনের পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে।

 

 আচমকা কোথায় হারিয়ে গেলেন তিনি? তাকে আর কেন দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়? সূত্রের খবর, বছর পাঁচের আগেই তিনি বিয়ে করেছেন তার ছোটবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারকে। একই স্কুলে পড়তেন দুজন। তাদের প্রাইভেট টিউটোরও ছিল এক। যদিও হাইস্কুলের পর পথ আলাদা হয় দুজনের।

 

 তবে প্রেমটা বজায় ছিল। এই মুহূর্তে স্বামী সন্তান আর সংসার নিয়ে ঘর কন্যার কাজে ব্যস্ত মোনালিসা। বিয়ের পর কিছুদিন অভিনয় চালিয়ে গেলেও এখন ইচ্ছাকৃতভাবে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। তবে অভিনেত্রীর অনুরাগীরা এখনো আশাবাদী। চাতক নয়নে চেয়ে রয়েছেন কবে ফিরবেন তাদের ছোটবেলার ক্রাশ।

 

আরও পড়ুন: Tollywood Entertainment: ভাবে রাতারাতি সুপারস্টার হবে ডেডিকেশন নেই’। নবাগতা অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক পরিচালক

Exit mobile version