কলকাতা: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন সুরকার, গায়ক অনুপম রায়। সম্পর্কের প্রতি আস্থা রেখে আবারও নতুন জীবন শুরু করলেন তিনি। কিছুদিন আগে অনুপম জানান,  ২ রা মার্চ প্রশ্মিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বিয়ের পর বর আর কনের ছবি মন কেড়ে নিয়েছে নিয়েছে নেট-নাগরিকদের। এলাহি আয়োজন নয়, বরং সাদামাঠা ভাবেই হয়েছিল আয়োজন। কনের পরনে গোলাপি বেনারসি , চুলে খোঁপা বাঁধা। তাতে লাগানো ফুল। ছিমছাম সোনার গয়না। আর গায়কের পরনে ছিল গোলাপি সুতোর কাজ করা তসর রঙের পাঞ্জাবি ।

 

এর আগে অনেকেই জানতেন না প্রশ্মিতার পরিচয়। যদিও বাংলায় বহু সিনেমার বিখ্যাত গান গেয়েছেন তিনি। রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে ‘দেখতে বউ বউ’ (শুধু তোমারই জন্য), ‘হতে পারে না’ (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ (হাইওয়ে) গাইতে দেখা গিয়েছে তাকে।

 

গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে ঘরোয়া পার্টির ছবি থেকেই প্রথমবার চর্চায় এসে ছিল অনুপম প্রশ্মিতার প্রেমের কথা। পিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের, অন্যদিকে প্রশ্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। দুইয়ে দুইয়ে চার করতে কেউ দেরি করেনি। তবে অনুপম জানিয়েছিলেন, প্রশ্মিতাকে তিনি এক দশক ধরে চেনেন, এই বন্ধুত্ব প্রেমের দিকে মোড় নিচ্ছে এমনটা  নয়। যদিও বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল সব হিসেব-নিকেশ।

 

২০২৪ সালের জানুয়ারি মাসে দাদাগিরিতে এসেছিলেন প্রশ্মিতা। সেখানেই কথা প্রসঙ্গে  সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন ৩ মাস জাপানে থেকেছেন প্রশ্মিতা। সৌরভ বেশ অবাক হয়েই প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি শো করতে জাপানে গিয়েছিলে?’ তখন অনুপম-পত্নী  জানিয়েছিলেন, গান গাওয়ার পাশাপাশি তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র। কাজ করেন পিডব্লিউসি-তে। আর সেই সূত্রেই ৩ মাস ছিলেন জাপানের ইয়কোহামা শহরে।

 

আরও পড়ুন: Relationship Tips: লিভইন করছেন? খেয়াল রাখুন তিনটি বিষয়

Exit mobile version