কলকাতা: উৎসবের মরসুম শেষ হলেই শুরু হবে বিবাহ মাস। বিয়ে নিয়ে অনেকেরই অনেক স্বপ্ন থাকে। বিয়ের স্বপ্ন সোনায় মোড়া। বিয়ের কনেই নয়, মা কাকিমারাও চান পোশাকের সঙ্গে মানানসই গয়না পরতে। সোনা ছাড়া বিয়ের সাজই অসম্পূর্ণ। গয়না তো কিনবেন তার আগে জেনে নিন আজ সোনার দাম কত

 

দেশের বেশির ভাগ শহরে সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারেও কমল হলুদ ধাতুর দাম। ভারতে সোনা ও রূপোর দাম অনেক কিছুর ওপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে এবং দেশের বাজারে সোনা এবং রূপোর চাহিদা অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। দেশের বিভিন্ন রাজ্যে করের হার আলাদা তাই দামও আলাদা হয়। দেশের বড় শহরগুলোতে হলুদ ধাতুর আপডেট-

দেশের জনপ্রিয় জুয়েলার্সের সোনার দামের তালিকা অনুযায়ী আজ ১৪ই নভেম্বর মঙ্গলবার ২২ ক্যারোট প্রতি গ্রাম সোনার দাম ৫,৫৪৫ টাকা, ২৪ ক্যারোট প্রতি গ্রাম  ৬,০৪৯ টাকা।

 

আসুন জেনে নিন দেশের বড় শহরগুলোতে সোনার দাম

কলকাতা: কলকাতায় আজ ২২ ক্যারোট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৪৫০ টাকা, ২৪ ক্যারোট ১০ গ্রামের দাম ৬০,৪৯০ টাকা।

দিল্লি: দিল্লিতে ২২ ক্যারোট ১ গ্রাম সোনার দাম ৫৫,৬০০ টাকা, ২৪ ক্যারোট ১০ গ্রাম  হলুদ ধাতুর দাম ৬০,৬৪০ টাকা।

মুম্বই: মুম্বইতে ২২ ক্যারোট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৪৫০ টাকা, ২৪ ক্যারোট ১০ গ্রামের দাম ৬০,৪৯০ টাকা।

চেন্নাই: চেন্নাইতে আজ ২২ ক্যারোট ১ গ্রাম সোনার দাম ৫৫,৯০০ টাকা, ২৪ ক্যারোট ১০ গ্রাম  সোনার দাম ৬০,৯৮০ টাকা।

বেঙ্গালুরু : ২২ ক্যারোট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৪৫০ টাকা, ২৪ ক্যারোট ১০ গ্রামের দাম ৬০,৪৯০ টাকা।

হায়দ্রাবাদ: আজ ২২ ক্যারোট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৪৫০ টাকা, ২৪ ক্যারোট ১০ গ্রাম সোনার দাম  ৬০,৪৯০ টাকা।

 

২৪ ক্যারোট সোনার দাম আজ সকাল ৮ টায় আপডেট করা হয়েছে। প্রতিদিনই সোনার দাম হেরফের করে। আন্তর্জাতিক বাজার, দেশের বাজার, ভৌগলিক অবস্থান, মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় ব্যাঙ্কে সোনার  পরিমাণ, ব্যাঙ্কের সুদের হারের ওপর নির্ভর করে ওঠা নামা করে ধাতুর দাম।

 

Exit mobile version