কলকাতা: রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা ঘোষণা হয়েছে আগেই। মঙ্গলবার থেকে বর্ধিত হারে বেতন পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তারই মাঝে রাজ্য সরকারের শিক্ষা দফতরের একাধিক কর্মচারীর পদোন্নতির ঘোষণা করা হল। মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ৪১ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অব স্কুলকে পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। । কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলার শিক্ষা দফতরের এই আধিকারিকদের পদোন্নতি করা হয়েছে। যদিও, এই পদোন্নতির জন্য একাধিক আধিকারিকদের কর্মস্থলের জেলাও স্থানান্তরিত হচ্ছে। কোনও আধিকারিকের হুগলি থেকে হাওড়া আবার দক্ষিণ ২৪ পরগনা থেকে হুগলি স্থানান্তর হচ্ছে । যদিও কবে থেকে তাঁরা নতুন জায়গায় জয়েন করবেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। আগামী দিনে সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

 

রাজ্য সরকার মাঝে মাঝে সরকারি আধিকারিকদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একাধিক নতুন পদ সৃষ্টি করে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ওএসডি এবং অন্যান্য ক্ষেত্রে মোট ৯২টি পদ তৈরি করা হয়। সহ সচিব হিসেবে ৩৮টি, উপ সচিব হিসেবে ৩৬টি তৈরি করার সিদ্ধান্তের কথা জানান হয়। এর পাশাপাশি যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব মোট ১০টি শূন্যপদ নতুনভাবে তৈরি করা হয়।

 

যদিও, একাধারে পদোন্নতি করা হলেও রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ মহার্ঘ্য ভাতা নিয়ে খুশি নয়। মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। রাজ্য সরকার সম্প্রতি ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথা জানালেও তাতে খুশি না হয় ন্যায্য মহার্ঘ্য ভাতার দাবি তুলে তাঁরা আন্দোলন চালিয়ে আসছেন।