কিছুদিন প্রবল ঠাণ্ডার পরে শীত বিদায় নেওয়ার পালা। শীত প্রায় বিদায় নিয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ থেকে। জেলায় জেলায় এখন হালকা শীতের আমেজ। রবি এবং সোমবার আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও মঙ্গলবার থেকে ফিরতে চলেছে কালো মেঘের ঘনঘটা।

 

মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ কয়েকটি জেলাতে। বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ অন্যান্য কয়েকটি জেলায়। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

দক্ষিণবঙ্গে যেমন ঝিরঝিরে বৃষ্টির পূর্বাভাস , উত্তরবঙ্গে তেমনই অব্যাহত থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং, কালিম্পঙের উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। আগামী দুই দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।