কয়েকদিন জাঁকিয়ে ঠাণ্ডার পর শীত একেবারেই উধাও। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি।  সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। দিনভর মেঘলা আকাশ। কোথাও সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

 

বৃষ্টির সম্ভাবনা বেশি নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামিকাল, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। তুষারপাতের সম্ভাবনা সিকিম ও দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। বৃষ্টির পরে তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই।

 

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৬ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতকালীন বৃষ্টিতে শস্য সহ সবজি চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে।  কলকাতায় ২০ ডিগ্রির উপর পারদ।