কলকাতা: লোকসভা ভোটের আগে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক IAS-IPS-WBCS-WBPS বদলি হচ্ছেন। বলা যেতে পারে, জেলার সেট-আপ গত কয়েক সপ্তাহে অনেকটাই বদলে গিয়েছে। সোমবার রাজ্য পুলিশের প্রায় ১৯৫ জন অফিসারের বদলির নির্দেশ বার হয়েছে। অ্যাসিসটেন্ট কমিশনার অফ পুলিশ , অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, ডেপুটি পুলিশ সুপার এরকম নানান পদে বদলি হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক মহলেও সোমবার বেশ কয়েকজনের বদলি সংক্রান্ত নির্দেশিকা বার হয়েছে। নবান্ন সূত্রে খবর, ভোট ঘোষণার আগে এরকম আরও বেশ কিছু বদলি হবে। নবান্নের কর্তাদের দাবি, একেবারেই রুটিন বদলি। আমলাদের বদলি যে হবে তা নিয়ে সন্দেহ নেই। সার্ভিস রুল অনুযায়ীই এই বদলি হয়। ৯৯ শতাংশ ক্ষেত্রে অফিসারদের হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলায় তাঁর বাড়ি সেখানে তাঁর পোস্টিং হয় না। আর ভোটের আগে নির্বাচন কমিশন থেকেও এই সংক্রান্ত নির্দেশিকা চলে আসে।

 

বদলি সংক্রান্ত নির্বাচন কমিশনারের নির্দেশিকা

কমিশনের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, হোম ডিস্ট্রিক্টে পোস্টিং রয়েছেন এমন অফিসারদের ভোটের কাজে যুক্ত করা যাবে না। শেষ চার বছরের মধ্যে কেউ যদি তিন বছরই একই জেলাতে থাকে তাঁকেও ভোটের কাজে যুক্ত করা যাবে না। এই তিন বছরের সময়সীমা হিসেব করতে হবে ২০২৪ সালের ৩০ জুনের নিরিখে। কারও প্রোমোশন হওয়ার পরেও সে যদি সেই জেলাতেই থেকে যায় তবে তাঁর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। এই নির্দেশিকা ধরেই জেলা প্রশাসনের কর্তারা বলছেন, এই নিয়মেই বদলি হয়ে থাকে অর্থাৎ এসব ক্ষেত্রে বদলি করতেই হবে।

 

কাদের ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়ম?

জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, ডেপুটি ম্যাজিস্ট্রেট, পুলিশের ক্ষেত্রে এডিজি, ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও,ডেপুটি পুলিশ সুপার সহ পুলিশ-প্রশাসনের অফিসার র‍্যাঙ্কের ক্ষেত্রে বদলি নীতি প্রযোজ্য। এডিজি থেকে শুরু করে সাব-ইনসপেক্টর পর্যায়ের আধিকারিকরাও ভোটের কাজে যুক্ত থাকেন। নবান্নের এক কর্তা বলেছেন, ভোটের আগে রুটিনমাফিকভাবেই আরও বদলি হবে। কয়েকটি ক্ষেত্রে এই বদলির নিয়ম থাকবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন। যেমন রাজ্য সরকারের সচিবালয়ের কোনও দফতরের আধিকারিককে বদলি করা যাবে না। ডাক্তার, ‌ইঞ্জিনিয়ার, শিক্ষক প্রমুখ যাঁরা সরাসরি ভোটের কাজে যুক্ত নন, সাধারণভাবে বদলির নির্দেশের বাইরে থাকবেন তাঁরাও। ভোটে সেক্টর অফিসার-জোনাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন এমন আধিকারিকদের বদলি করা চলবে না বলেও কমিশন জানিয়ে দিয়েছে।