কলকাতা: দুপুরে ডিজি পদ থেকে সরানো হয়েছে রাজীব কুমারকে । সেই পদে বসানো হয়  বিবেক সহায়কে । এদিনই রাজীব কুমারকে ডিজিপদ থেকে সরানোর নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। তারপরই সরানো হয় রাজিব কুমারকে। এমনকী নির্বাচন সংক্রান্ত কোনো কাজেই রাজীব কুমারকে রাখা যাবেনা বলে স্থির করা হয়। এক্ষেত্রে রাজ্যের কাছ থেকে তিনজন পুলিশ অফিসারের নাম জানতে চাওয়া হয় এবং  তারপরে রাজীব কুমারের পরিবর্তে বিবেক সহায়কে মনোনীত করা হয়।

 

এর আগে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং জেনারেল কমান্ড্যান্টের দায়িত্বে ছিলেন ১৯৮৮ সালের আইপিএস অফিসার বিবেক সহায় । সূত্রের খবর রাজীব কুমারকে পদ থেকে সরানোর পরিবর্তে যে সমস্ত অভিজ্ঞ পুলিশ অফিসারদের নাম ছিল তার মধ্যে ছিলেন না বিবেক সহায়। তবে শেষ পর্যন্ত তার নামেই পড়ে সিলমোহর ।

 

কমিশনের কড়া পদক্ষেপের পর রাজীব কুমার কে ফের  একবার তথ্যপ্রযুক্তি দপ্তরে সচিব পদে ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার। সূত্র মারফত জানা গেছে এদিন সকালে রাজীব কুমার কে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। এই চিঠিতে জানানো হয় ডিজির পদ থেকে অবিলম্বে সরানো হবে রাজীব কুমারকে। নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে রাখা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয় রাজ্যের মুখ্য সচিবকে।পাশাপাশি নতুন ডিজি দায়িত্বে আসার আগে পর্যন্ত রাজীব কুমারের নিচে থাকা কোন পুলিশ অফিসার কে নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্ব সামলাতে হবে বলে জানানো হয়।

 

ডিজি পদে নতুন অফিসার কে নিয়োগের জন্য এদিন বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকারকে তিনটি নাম পাঠাতে বলে কমিশন । প্রসঙ্গত গত ডিসেম্বরে রাজীব কুমার কে ডিজি পদে আনা হয়। তার পূর্বসূরী মনোজ মালব্যর থেকে দায়িত্ব গ্রহণ করেন। তিনি যদিও তার আগে তথ্যপ্রযুক্তির সচিব পদে কর্মরত ছিলেন। তিনি অতীতে কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনারের পদেও কর্মরত ছিলেন। ভোট ঘোষণার পরেই ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য পুলিশে ডিজি পদ থেকে সরানো হল তাকে ।

 

আরও পড়ুন: Left Front Candidate List, Second Phase: অপেক্ষার অবসান, দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা বামেদের