বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express)। শতাব্দী এক্সপ্রেসে (Shatabdi Express)পাথর ছোড়ায় ভাঙল ট্রেনের কাঁচ। ঘটনাকে কেন্দ্র করে হইচই মালদা জেলার খানা স্টেশন এলাকায়। যদিও কোনও যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে রেল। কলকাতা থেকে এনজিপিগামী শতাব্দী এক্সপ্রেস-এ (Shatabdi Express)বাইরে থেকে ছোঁড়া হল পাথর। ক্ষতিগ্রস্ত হয় সি নাইন কোচের একটি জানালা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানা স্টেশন পেরোতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। মালদা টাউন স্টেশনে পৌঁছনোর পর বিষয়টি খতিয়ে দেখেন রেল পুলিশের আধিকারিকেরা। রেল পুলিশের পক্ষ থেকে যাত্রীদের কাছ থেকে মৌখিক অভিযোগ নেওয়া হয়েছে।

 

ট্রেনের এক যাত্রীর বক্তব্য অনুযায়ী, ‘খানা জংশনের কাছে তিনজন ট্রেনের জানলা লক্ষ্য করে পাথর ছোড়ে। ট্রেনের কাঁচের জানলা ভেঙে যায়। বাইরে থেকে পাথর ছোঁড়া হয়েছিল। আমাদের ট্রেনের এক যাত্রী লক্ষ্য করেন ওরা তিনজন ছিল। এরকম ঘটনায় আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি।এর আগে একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেসের গায়ে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে।ঘটনায় শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা আতঙ্কের মধ্যে পড়ে। রেল যাত্রীদের সঙ্গে কথা বলেন রেল আধিকারিক ও রেলওয়ে পুলিশের লোকজন। তাঁদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।