বুধবার সকালে বর্ধমান স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। রেলের প্ল্যাটফর্মের জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে শেডের ওপর। শেড ভেঙে আহত হন একাধিক ব্যক্তি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজন ব্যক্তির মৃত্যু হয়। প্রত্যেকেই  বর্ধমানের বাসিন্দা ছিলেন।

 

কী জানা যাচ্ছে ?

বুধবার সকাল ১২:০৮ মিনিটে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে। মোট ২৭ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ১২:১৫ মিনিট নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২,৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রেল যাতায়াত বন্ধ রাখা হয়েছে। ১ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রেল যাতায়াত করছে।

 

দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকায় চার নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়। যে কোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে যান হাওড়া ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক, জেলার পুলিশ সুপার আমন দীপ সহ অন্যান্য আধিকারিকরা।

 

রেল যাত্রীদের সাহায্যের জন্য হাওড়া স্টেশনে হেল্পলাইন বুথ চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর 033-2640 2242 এবং 22933। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল। রাজ্য সরকারের পক্ষ থেকেও বর্ধমান মেডিক্যাল কলেজ  হাসপাতালে যাতে আহতদের চিকিৎসার সুব্যবস্থা হয়, সে ব্যাপারে লক্ষ্য রাখা হচ্ছে।পুলিশ সুপার আমন দীপের বক্তব্য অনুযায়ী রেলের তরফে এই রক্ষণাবেক্ষণের কাজ প্রতি বছর ডিসেম্বরে খতিয়ে দেখা হয়। তাও কেন দুর্ঘটনা ঘটল সেই বিষয় তদন্ত করছে রেল। এর আগেও বর্ধমান স্টেশনে নির্মাণ কার্যের কিছু অংশ ভেঙে দুর্ঘটনা ঘটে। বারবার দুর্ঘটনা ঘটায় আতঙ্কিত যাত্রীরা।