হলদিয়া: বীরভূমের তারাপীঠ (Tarapith)বাঙালিদের অন্যতম পীঠস্থান। প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হয় এখানে। আবার সময়ের অভাবে অনেক সময় তারাপীঠ মন্দিরে অনেকেই যেতে পারেন না। এবার পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য সুখবর। তারাপীঠ মন্দিরের (Tarapith temple) আদলেই পাঁশকুড়ায় তৈরি হয়েছে মা তারার মন্দির। সেখানে দীর্ঘদিন ধরেই ভক্তদের সমাগম হত। কিছু সমস্যার কারণে এত দিন মন্দির বন্ধ ছিল। নতুন বছরে খুলছে মন্দিরের দরজা।

 

পাঁশকুড়ার চকগোপাল গ্রামে তৈরি দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি (Second Tarapith Temple) ২০২১ সালে উদ্বোধন হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন মায়ের কাছে।  অল্প দিনের মধ্যেই মায়ের নাম ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী সহ অন্যান্য জেলায়। ফলে গ্রামের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়। হঠাৎ কিছু সমস্যার জন্য মন্দিরে তালা পড়ে। সমস্যা কাটিয়ে আবার খুলছে মন্দির। ২০২৪ সালের ১১ই জানুয়ারি মন্দির খুলবে। ৫১টি সিঁড়ি ভেঙে মন্দিরে প্রবেশ করতে হবে।

 

মন্দির পরিচালক কমিটির সদস্যদের আশা, আবার আগের মতই ভক্ত সমাগম হবে। আগামি দিনে মন্দির ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এবং মা তারার কৃপায় গ্রামের শ্রীবৃদ্ধি হবে।