কলকাতা: নভেম্বর মাস প্রায় শেষের দিকে। তবুও শীতের দেখা নেই। শীতের অপেক্ষায় প্রতীক্ষারত বঙ্গ। ভোর এবং রাতের দিকে তাপমাত্রার পতন হলেও এখনই শীত পড়বে তা বলা যায় না। ২৪ ঘণ্টায় প্রায় দুই ডিগ্রি নামল পারদ। ঠাণ্ডার আমেজ থাকলেও এই মুহুর্তে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভবনা নেই।

 

ঘূর্ণিঝড় মিধিলির কোনও প্রভাব পড়েনি এ রাজ্যে। আগাম সাবধানতা অবলম্বন করার পরেও উপকূলবর্তী জেলাগুলোও ঝড়ের হাত থেকে সুরক্ষিত। বরং মিধিলির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। তবে শীত প্রেমীদের জন্য খারাপ খবর। এক বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা কিছু দিনের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সময় বঙ্গোপসাগর ও আরব সাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।

 

দিল্লির মৌসম ভবন এই বিষয়ে এখনও কিছু জানায়নি। আলিপুর আবহাওয়া দফতর সূ্ত্রে জানানো হয়েছে ঘূর্ণিঝড় তৈরির কোনও পরিস্থিতি হলে তা জানিয়ে দেওয়া হবে।

 

আগামী ৪৮ ঘণ্টায় পারদ কিছুটা নিম্নগামী হতে পারে । বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই মুহুর্তে ঠাণ্ডার আমেজ থাকলেও শীতের সম্ভবনা নেই। পাকাপাকি ভাবে শীত আসতে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।