কলকাতা: গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhyay)। বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। বাড়িতে হাঁটতে গিয়ে পড়ে যান বলে সূত্রের খবর। তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Bandyopadhyay) গাড়িতে করে তাকে এস এস কে এম-এ নিয়ে যাওয়া হয়। আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। মাথায় স্টিচ করা হয়েছে।

 

প্রয়োজনে ট্রমা কেয়ার ইউনিটে শিফট করা হতে পারে তাকে। আপাতত রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আচ্ছন্ন রয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহুর্তে অবস্থা স্থিতিশীল। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর। সিটিস্ক্যান মেশিন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। সিটিস্ক্যান করা হতে পারে। যদিও  যুবনেতা সুদীপ রাহা জানান, হাসপাতালে যা দেখছেন তা অনেক কম। বাড়িতে অনেক রক্তক্ষরণ হয়েছে। কোনও কোনও সূত্র মারফত জানা যাচ্ছে শোকেশর কোণায় মাথা ঠুকে আঘাত লাগতে পারে মমতার।

 

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন মমতা(Mamata Bandyopadhyay)। দীর্ঘ দিনের রাজনৈতিক সঙ্গীর সম্পর্কে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন তিনি।

 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি। উডবার্ন ওয়া্ডের সাড়ে বারো নম্বর কেবিনে চিকিৎসা চলছে তার। পরিবারের লোকজন সহ মন্ত্রী পরিবারের সদস্যরা ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন।মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

 

Our chairperson @MamataOfficial sustained a major injury.
Please keep her in your prayers  pic.twitter.com/gqLqWm1HwE

— All India Trinamool Congress (@AITCofficial) March 14, 2024

 

আরও পড়ুন: ‘ইচ্ছে পুতুল’-এর মেঘ আসলে কে? কি তার আসল পরিচয় ? কার প্রেমে পড়েছেন অভিনেত্রী? ধারাবাহিক শেষ হতেই সামনে এলো তথ্য