কলকাতা: মাধ্য়মিক শেষ হতে না হতেই আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। ২০২৫-র ১৪ই ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, চলবে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার শেষ হয় মাধ্য়মিক পরীক্ষা। এর পরই আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ নিয়ে মুখ খোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তাঁর কথায়, ‘এ বছর পরীক্ষা শেষ হওয়ায় দু-তিনদিন আগে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhyay)। তাঁর অনুমতি নিয়ে আগামী বছরের ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক।’

 

বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়েছে বলে দাবি করেন ব্রাত্য বসু। তবে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। খুব দ্রুত এই সংক্রান্ত নির্দেশিকা জারি হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, আগামী বছর কোন দিন কোন পরীক্ষা হবে, তাও  জানিয়ে দিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, ‘১৪ই ফেব্রুয়ারি প্রথম ভাষা দিয়ে শুরু হবে পরীক্ষা। এর পর ১৫ তারিখ দ্বিতীয় ভাষা, ১৭ তারিখ ইতিহাস, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ তারিখ ভৌত বিজ্ঞান, ২২ তারিখ অঙ্ক ও ২৪ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।’ চলতি বছরে লোকসভা ভোট থাকায় মাধ্যমিক পরীক্ষা এগিয়ে নিয়ে আসে পর্ষদ। এবছর ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই পরীক্ষা। যা ১২ই ফেব্রুয়ারি শেষ হয়। আগামী বছর নির্বাচন না থাকায় পরীক্ষা পিছল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী বছর কোন সময় পরীক্ষা শুরু হবে, তা অবশ্য এখনও জানা যায়নি।