কলকাতা: পৌষ মাস কিন্তু ঠাণ্ডা নেই। সপ্তাহের শেষে নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা।সেই আশায় দিন গুণছে শীতপ্রেমীরা। আগামী দুই থেকে তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়তে পারে। কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে বেশ কিছুটা। দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ।

 

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। কলকাতায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

 

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
সপ্তাহের শেষ দিকে  চার থেকে পাঁচ দিনের একটি ঝোড়ো ইনিংস খেলতে পারে আবহাওয়া। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। ফের নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। রাজ্যে পুবের  হাওয়ায় ভর করে প্রবেশ করছে জলীয় বাষ্প। এর ফলে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আকাশ। আগামী দু’তিনদিন একই থাকবে তাপমাত্রার পারদ। দক্ষিণে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা। সকালে কুয়াশা এবং দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।

 

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে রাজ্যে। বুধ এবং বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে সেই সময় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এরপরেই শীতের আরও একটি ঝোড়ো ইনিংসের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের দুই থেকে একটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে।