ঝাড়খণ্ডে ফের সক্রিয় হল মাওবাদীরা। উড়িয়ে দিল রেললাইন। ঘটনার জেরে হাওড়া-মুম্বই রুটে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। ফলত ওই রুটে অনেক স্টেশনে আটকে আছে একাধিক ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক করতে  শুরু হয়েছে লাইন মেরামতির কাজ। মাওবাদীদের দ্বারা বিস্ফোরণে রেললাইন উড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে রেল।  সেই সময় ওই লাইন দিয়ে শালিমার-কুরলা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বিষয়টি নজরে আসে এক মালগাড়ির চালাক ও গার্ডের। পুরো ঘটনাটি তারা জানায় নিকটবর্তী স্টেশনকে। এরপর এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়েছিল বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। মাওবাদীদের বিস্ফোরণে রেললাইনের ক্ষতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্তারা। শুরু হয় লাইন মেরামতির কাজ।

 

আজ  মাওবাদীরা ভারত বনধের ডাক দিয়েছিল। নিজেদের অস্তিত্ব জাহির করতেই বিস্ফোরণের ঘটনা বলে প্রশাসনের মত। রেল পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ স্থান থেকে উদ্ধার করা হয়েছে মাও পোস্টার এবং ব্যানার। এরপরেই নতুন করে অপ্রীতিকর ঘটনা রুখতে ঝাড়খণ্ডের মাও অধ্যুষিত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে রাজ্যের সর্বত্র চলছে কড়া নজরদারি।

 

গত সেপ্টেম্বর মাসেও রাঁচি এবং লাতেহার জেলার সীমানা এলাকায় নির্মীয়মান রেললাইনের একাংশ উড়িয়ে দিয়েছিল তারা। রেললাইন উড়িয়ে দেওয়ার পাশাপাশি রেললাইনের যন্ত্রপাতি ও যানবাহনে অগ্নিসংযোগ করেছিল মাও বাহিনী।