কলকাতা: কিছু দিন পরেই শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondery Exam)সময় বদল। মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগোল মধ্য শিক্ষা পর্ষদ। অন্যদিকে উচ্চ মাধ্য়মিকের সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে পরীক্ষা শুরুর নতুন নির্ঘন্ট প্রকাশ করে পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

 

কখন শুরু মাধ্যমিক?

উল্লেখ্য, এর আগে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শুরু হবে বলে জানানো হয়েছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, মাধ্যমিক শুরু হবে ৯টা ৪৫ মিনিটে।

 

কখন শুরু উচ্চ মাধ্যমিক?

অন্যদিকে বেলা ১২টায় উচ্চ মাধ্যমিক (Higher Secondery Exam) শুরু হওয়ার কথা ছিল। যা এগিয়ে ৯টা ৪৫ মিনিটে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন নবান্নে পর্ষদ ও সংসদের পদস্থ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা। এর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রের।

 

মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চ মাধ্যমিকের (Higher Secondery Exam) সময় পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছে শিক্ষা অনুরাগী মঞ্চ। এই সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর কথায়, ‘পরীক্ষার সময় এগিয়ে আনলে পড়ুয়াদের অসুবিধা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে সমস্যা হবে তাদের।’ পাশাপাশি সময় বদলের কারণ জানতে চেয়েছে এই সংগঠন।

আগামী মাসে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondery Exam)। ২রা ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার শুরু মাধ্যমিক (Madhyamik Exam)। ১০ দিন ধরে চলবে এই পরীক্ষা। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি শেষ হবে মাধ্যমিক। অন্যদিকে ১৬ই ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondery Exam) রুটিনের কোনও পরিবর্তন হয়নি।