শীত পড়তে না পড়তেই শুরু হেয়ার ফল। চুলে চিরুনে ঠেকাতেও ভয় লাগছে। তেল, শ্যাম্পু সব কিছু প্রয়োগ করেও হেয়ার ফল কমানো যাচ্ছে না। মুঠো মুঠো চুল জামা কাপড়েও পড়ছে। শীতকালে আমাদের চুলের মত লোম পড়ার সমস্যা হতে পারে পোষ্য কুকুরেরও। পশু চিকিৎসকরা বলছেন, বছরে ৩ বার লোম ঝরে কুকুরদের। কয়েকটি ভুলে এই মরসুমে সেই সমস্যা আরও বাড়তে পারে। আসুন জেনে নিই কীভাবে কমবে এই সমস্যা।

 

  1. নিয়মিত আঁচড়ান: নিয়মিত ব্রাশ না করলে লোম বেশি ঝরে যায়। তাই নিয়মিত ব্রাশ করুন। লোমের ধরণ অনুযায়ী ব্রাশ কেনা ভাল।

 

2. শরীরের আদ্রতা বজায় রাখা: মাথার ত্বক শুকিয়ে গেলে যেমন খুসকি হয় তেমন পোষ্যদের ক্ষেত্রেও হতে পারে। শীতকালে মানুষের মত কুকুরদেরও জল খাওয়ার প্রবণতা কমে যায়। তারা যাতে পর্যাপ্ত জল পান করে সেদিকে নজর রাখুন। ত্বক অতিরিক্ত শুষ্ক হলেও লোম ঝরে যেতে পারে।

 

3. সঠিক সময়ে স্নান করানো: শীতের আমেজে অনেকেরই স্নান করতে আলোস্য বোধ হয়। সেই একই বোধ ওদের ওপর প্রয়োগ করবেন না যেন। খুব বেশি সাবান, শ্যাম্পুর ব্যবহারে প্রিয় পোষ্যর শরীরে তৈলাক্ত ভাব নষ্ট হয়ে যেতে পারে। নিয়মিত স্নান না করালেও লোম উঠতে পারে।