কলকাতা: ডিসেম্বর মানেই পার্টি সিজন স্টার্ট। বড়দিন মানেই রাতভর পার্টি, নাচ, গান, দেদার খানাপিনা। বড়দিনে রাত পার্টির আদর্শ ঠিকানা পার্ক স্ট্রিট। ইতিমধ্যেই আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। স্রোতে গা ভাসাতে আসেন শহর ও শহরতলির মানুষ। কেবল ক্লাব বা রেস্তোরাঁ নয়, পার্ক স্ট্রিটের রাস্তাতেও থাকে পার্টি মুড। মধ্য রাত অবধি ঘুরে বেড়িয়ে বাড়ি ফিরতে সমস্যায় পড়েন বহু মানুষ। শহরেই যারা থাকেন তারা অসুবিধার সম্মুখীন না হলেও শহরতলির মানুষরা ফিরতে নাজেহাল হন। এবার তাদের কথা ভেবেই বিশেষ পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

 

মেট্রোর তরফে জানানো হয়েছে বড়দিনে মেট্রো উত্তর-দক্ষিণ করিডোর অর্থাৎ ব্লু লাইনে মিলবে মোট ১৯৪টি পরিষেবা। এদিন শেষ মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে এবং দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে। আজ মধ্যরাত পর্যন্তই মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে পরিষেবা পাওয়া যাবে। ফলে মানুষ নিশ্চিন্তে পার্টি সেরে বাড়ি ফিরতে পারবেন বলেই মনে করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর-দক্ষিণ করিডোরে ২ লক্ষ ৯৮ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেছেন।