কলকাতা: কলকাতা বাসী তথা পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে মেট্রো কর্তৃপক্ষ। কোনও বিশেষ দিন, উৎসব বা অনুষ্ঠানে বিশেষ পরিষেবা দেয় কলকাতা মেট্রো। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিনগুলিতে সুবিধা পান তারা । কারণ বেশি রাতে বাড়ি ফেরার সুযোগ পান যাত্রীরা । আবারও সেরকমই সুযোগ দিতে চলেছে কলকাতা মেট্রো। 

 

আগামী ২৩ তারিখ ইডেন গার্ডেন্সে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ । ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে যাতে যাত্রীদের কোন অসুবিধে না হয় তাই বিশেষ পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ঐদিন মেট্রো উত্তর দক্ষিণ করিডোর অর্থাৎ ব্লু লাইনে চলবে বিশেষ মেট্রো পরিষেবা । একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়বে ১২:১৫ মিনিটে যা দক্ষিণেশ্বরে পৌঁছবে ১২টা ৪৮ মিনিটে। আরেকটি মেট্রো এসপ্ল্যানেড থেকে ১২:১৫ ছেড়ে কবি সুবাসে পৌঁছবে ১২: ৪৮ মিনিটে ।

 

ইডেনে ম্যাচ দেখতে প্রতিবছরই বহু মানুষ ভিড় করেন তাদের মধ্যে যারা নিজস্ব যানবাহনে আসেন তাদের বাড়ি ফিরতে কোন অসুবিধে হয় না কিন্তু যাদের নিজস্ব যানবাহন নেই তারা নানান সমস্যার সম্মুখীন হন।  কারণ রাত বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা যেমন কমে যেতে শুরু  করে তেমনি যে অল্প  পরিবহন রাস্তায় থাকে তাও বাড়তি ভাড়া চায়। ফলে অল্প দূরত্ব যেতেও অনেকটা বাড়তি টাকা গুনতে হয় যাত্রীদের। সেক্ষেত্রে মেট্রোর এই বিশেষ পরিষেবার ফলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। 

 

উল্লেখ্য এর আগে মোহনবাগান ইস্টবেঙ্গলের আইএসএল ম্যাচের সময়ও সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে রাতে বিশেষ মেট্রো চালানো হয়েছিল ফলে সেই সময় যাত্রীদের বাড়ি ফিরতে খুবই সুবিধা হয়েছিল। দূর্গাপুজোর সময় প্রত্যেক বছরই রাত  ভোর মেট্রো চালায় কলকাতা মেট্রো কতৃপক্ষ। ফলে রাতে ঠাকুর দেখার যেমন সুবিধে পান তেমনি সকালে বাড়ি ফিরতো বিশেষ ঝুঁকি পোয়াতে হয় না সাধারণ মানুষকে তাছাড়া মানুষের সুবিধের জন্য সম্প্রতি আরো তিনটি নতুন সেকশনের সূচনা সংযুক্ত হয়েছে কলকাতা মেট্রো মানচিত্রে। 

 

 

 

আরও পড়ুন: BJP Candidate List 2024: প্রার্থী তালিকা ঘোষণায় এত বিলম্ব কেন, মুখ খুলল বিজেপি