কলকাতা: সোমবার দুপুরে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমনকে (kabir Suman)। হাসপাতালে ভর্তি করানোর সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। চিকিৎসা শুরু হওয়ার পর অবস্থা খানিক স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাঁকে।

 

হাসপাতাল সূত্রে খবর, ‘আপাতত কথা বলতে পারছেন শিল্পী। খাবারও নিজে হাতে খেয়েছেন। চিকিৎসকেরা আপাতত ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। জেনারেল মেডিসিন, রেসপিরেটরি হেড, ক্রিটিকাল কেয়ার হেডের সবাইকে নিয়ে চিকিৎসা চলছে। তবে এখনও কোনও বোর্ড গঠিত হয়নি। নিজেদের মধ্যে আলোচনা করে সন্ধে ৭টা নাগাদ সিদ্ধান্ত নেওয়া হতে পারে পরবর্তী পদক্ষেপ।’ শ্বাসকষ্ট জনিত সমস্যা বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। কবীর সুমনের ঘনিষ্ঠ শিল্পী মনীষা দাশগুপ্ত সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খবর নিশ্চিত করেছেন। তখন থেকেই তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন।সংগীত শিল্পী লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যেই চিকিৎসাও শুরু হয়েছে তাঁর। ডাক্তারদের নির্দেশে দেখা করার উপরও এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে।’

 

এর আগেও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শিল্পীকে। কলকাতা মেডিক্যাল কলেজের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। সকলেই উদ্বিগ্ন এবারেও। তাঁর আরোগ্য কামনা করছে ভক্তরা। আবারও কণ্ঠ ছাড়ুক, গান বাঁধুক গানওয়ালা।