mamata bandyopadhay

এবার পূজো নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। পুজোয় ক্লাবগুলিকে আর্থিক অনুদান না দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

 

২০১১ সালে ক্ষমতায় আসার পর খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচির প্রসার ঘটাতে ২০১২ সাল থেকে রাজ্য সরকার রাজ্যের ক্লাবগুলিকে পুজোয় অনুদান দেওয়ার প্রকল্প চালু করেন। রাজ্যের কিছু বাছাই করা ক্লাবগুলিকে প্রথম বছর এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হয়। এবং পরবর্তী তিন বছর এক লক্ষ করে টাকা দেওয়া হয়। তবে কবীরের কারণে এই অনুদান প্রক্রিয়া কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়। আর এ বছর ওই প্রকল্প সরকারিভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  Ganpath Teaser: রিলিজ করল টাইগারের নতুন সিনেমার টিজার

নবান্ন সূত্রে খবর কয়েক বছর ধরে যে টাকা দেওয়া হচ্ছিল বহু ক্লাবই তার খরচের কোন হিসেব জমা দেয়নি। ফলে এই সিদ্ধান্ত। ঘটনাচক্রে দুর্গা পূজোর কমিটি গুলিকে দেওয়ার রাজ্যের সরকারি অনুদান নিয়ে যখন বিরোধীদল গুলোর থেকে নানান মন্তব্য শোনা যাচ্ছিল। তখন তমলুকের এক পুজো কমিটির করা মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা বলেন ‘আমি অনেক মামলা শুনেছি যেখানে মানুষ বেতন পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না পেনশন পাচ্ছেন না আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে!’। তবে নবাবের পক্ষ থেকে বলা হয়েছে বিচারপতির এই মন্তব্যের সঙ্গে ক্লাবের টাকা বন্ধ করার সরকারি সিদ্ধান্তের কোন সম্পর্ক নেই।

 

২০১৯ সালে প্রায় ১৫০০ ক্লাবকে এই অনুদানের অন্তর্ভুক্ত করা হয়। যার জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত ৪০ কোটি টাকা বরাদ্দ করতে হয়েছিল।