Train Derails In Bihar

করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর আবারও ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে দিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস । বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি । ফের একবার ওড়িশার বাহানাগার করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার স্মৃতি উস্কে দিল।

 

প্রাথমিক ভাবে রেলের তরফে জানানো হয়েছিল ৫টি কামরা লাইনচ্যুত হয়েছে কিন্তু উদ্ধার কাজ শুরু হওয়ার পর দেখা যায় সম্পূর্ণ ট্রেন লাইনচ্যুত হয়েছে, উপরে গেছে রেল লাইনও । সম্পূর্ণ ট্রেন লাইনচ্যুত হলেও হতাহতের সংখ্যা কম । আহতর সংখ্যা কমপক্ষে ৭০ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের । এদের মধ্যে ৩০ জন যাত্রীর অবস্থা সঙ্কটজনক । উদ্ধার কার্যের পর সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুরুতর আহতদের পাটনা এইমস হাসপাতালে ভর্তি করা হয় ।

 

 

আজ সকাল থেকেই রেল লাইন মেরামতির কাজ শুরু হয়েছে । এই দু্র্ঘটনার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । হাওড়াগামী পূর্বা এক্সপ্রেস, শ্রমজীবী এক্সপ্রেস, তেজস রাজধানীএক্সপ্রেস, ফারাক্কা সহ এক্সপ্রেস একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে । বিশেষ ট্রেনে করে বাকী যাত্রীদের ফেরানোর ব্যবস্থা করা হয় ।