১৭ দিনের টানাপোড়েন শেষ। অবশেষে উদ্ধার হল সিল্কইয়ারা টানেলে আটকে থাকা শ্রমিকরা। উদ্ধার কাজে সাহায্য করে NDRF, SDRF, ভারতীয় সেনা, র্্যাট হোল মাইনিং কর্মীদের উদ্ধারকারী দল। দুুপুর থেকেই সুড়ঙ্গের মুখে শুরু হয়েছিল চূড়ান্ত মুহুর্তের তৎপরতা। শুরু হয় ড্রিলিংয়ের কাজ। রাত ৮ টার কিছু আগে উদ্ধার করা হয় শ্রমিকদের। পৌঁছে গিয়েছিল অ্যাম্বুলেন্স, স্ট্রেচার, মেডিক্যাল টিম।

 

শ্রমিকরা জানায়, প্রথম কদিন অসুবিধা হলেও পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। জল, খাবার, ওষুধ প্রয়োজন মত পেয়েছে তারা।