জাতি, ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক ঐক্য বহন করে ভারতবর্ষ। বিভিন্ন সময় সম্প্রীতির বন্ধনে নজির গড়েছে এই দেশ। এবারও তার ব্যতিক্রম নয়। আর এবার সৌজন্যে রাম মন্দির (Ram Mandir)। আয়তন, জৌলুস থেকে শুরু করে মন্দিরের ভেতর শিল্পকর্ম তাক লাগিয়ে দেবে সকলকে। রাম মন্দিরে (Ram Mandir) রামের যে মূর্তি প্রতিষ্ঠা হবে তা তৈরি করেছেন পশ্চিমবঙ্গের  (West Bengal) দুই শিল্পী। তাদের নাম মহম্মদ জামালউদ্দিন এবং তার পুত্র বিট্টু। দুজনেই  উত্তর ২৪ পরগণার বাসিন্দা এবং মুসলিম সম্প্রদায় ভুক্ত। আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের (Ram Mandir)।

 

বাবা ছেলের শিল্প কাজের নমুনা প্রকাশিত হয়েছিল অনলাইনে। সেখান থেকেই অযোধ্যায় রামের মূর্তি তৈরির বরাত আসে। মূর্তি তৈরি করতে প্রায় ২.৮ লাখ টাকা খরচ হয়। তবে জামালউদ্দিন বলেছেন রামের মূর্তি তৈরি সৌভাগ্যের প্রতীক। শুধু রাম নন, তিনি দুর্গা ও জগদ্ধাত্রীর মূর্তিও বানিয়েছেন। জামালউদ্দিন ফাইবার মূর্তি তৈরি করেন। সময় লাগে এক থেকে দেড় মাস। ফাইবার মূর্তি বানানোর জন্য ৩০-৩৫ জনের একটি দল আছে।

 

প্রসঙ্গত দীর্ঘ আন্দোলনের পর বিতর্কিত জমিতে রাম মন্দির (Ram Mandir) তৈরির অনুমতি মিলেছিল। লোকসভা ভোটের আগেই খুলবে রাম মন্দির (Ram Mandir)। তার আগেই মন ভাল করা সম্প্রীতির বার্তা।