দিল্লি: দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক শেষ। বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhyay)।

 

আর কয়েক মাস পরেই লোকসভা ভোট। চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়বে  I.N.D.I.A। মোদী সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, আর তৃতীয়টি মুম্বইয়ে। মঙ্গলবার চতুর্থ বৈঠক হল দিল্লিতে।

 

অভিষেককে সঙ্গে নিয়ে এবার জোট-বৈঠকে গিয়ে ছিলেন মমতা(Mamata Bandyopadhyay)। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে-র (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করেন তিনি। সেই প্রস্তাব মেনে নেয় অন্য় দলের প্রতিনিধিরা। এমনকী, কংগ্রেসের সঙ্গে যাঁর বিবাদ লেগেই থাকে, বাদ যাননি সেই অরবিন্দ কেজরিওয়ালও (Arvind Kejriwal)। অবশ্য খাড়গে বলেন, ‘আগে তো জিতে আসি’।

 

এর আগে,  তিন রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবির পর কংগ্রেসকে নিশানা করেছিলেন মমতা (Mamata Bandyopadhyay)। তখন শীতকালীন অধিবেশন চলছিল। বিধানসভায় তিনি বলেছিলেন, ‘তিন রাজ্যে হার কংগ্রেসের পরাজয়। মানুষের পরাজয় নয়। বরং বিজেপির জয় ভোট কাটাকাটির জয়। আমার বিশ্বাস ইন্ডিয়া(I.N.D.I.A) জোট একসঙ্গে কাজ করবে। আসন সমঝোতা হলে ২০২৪ সালে  বিজেপি ক্ষমতায় আসবে না। ভোট কাটাকাটির ফলে ১২ শতাংশ ভোট নষ্ট হয়েছে। ভোট পাওয়ার ফারাক মাত্র ৩ শতাংশের। বিজেপি যেখানে পেয়েছে ৪২ শতাংশ ভোট সেখানে বিরোধীরা পেয়েছে ৩৯ শতাংশ ভোট’।

 

এদিকে মমতার (Mamata Bandyopadhyay) এই প্রস্তাবের পরেই বঙ্গ কংগ্রেসকে তলব করেছে হাই কমান্ড। অন্তত ৬টি আসনে লড়াই করতে চায় কংগ্রেস। তার মধ্য়ে আছে মালদা উত্তর, মুর্শিদাবাদের মতো আসনও। তবে মমতার(Mamata Bandyopadhyay) প্রস্তাবকে মান্যতা দিয়েছেন বিরোধীরা। বাংলায় কীভাবে তৃণমূল ও কংগ্রেস হাত ধরাধরি করবেন তা নিয়ে প্রশ্ন উঠছেই। কারণ তৃণমূল কংগ্রেস কীভাবে বাংলায় কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে, কীভাবে সংগঠনকে ভেঙে চুরে দিয়েছে তা জানেন বঙ্গ কংগ্রেসের একাধিক নেতৃত্ব। শুধু বিজেপিকে আটকাতে গিয়ে কীভাবে কংগ্রেস আর তৃণমূল এক সারিতে বসবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।