শরতের শেষ হেমন্তের শুরু। এই সময় থেকেই পরিবর্তন হয় বাতাসের আদ্রতার। একটু একটু করে ভোল বদলাতে শুরু করে প্রকৃতি। ভোরের দিকে হাল্কা শিশির ভেজা ঘাসে পা দিলে বোঝা যায় শীত আসছে। এ বছরে শীতর আভাস মিলেছে চলতি মাসের শেষেই। আবহবিদদের দাবি অনুযায়ী কিছু শহরে বরফও পড়বে। কবে থেকে শীত প্রবেশ করবে ভারতে ?

 

 

ঠাণ্ডাকে কতটা কাবু করবে নিনো

নিনোর দাপটে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। জনৈক আবহবিদের বক্তব্য অনুযায়ী ২১ বছরে নিনো বঙ্গোপসাগর ছেড়ে যায়নি। কোনও কোনও সময়ে অধিক সক্রিয় হয়ে ওঠে। এই মরসুমেও তাই হয়েছে। এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে। ফলে নিনো অস্ট্রেলিয়ার দিকে সরতে শুরু করেছে। অস্ট্রেলিয়ায় গরম যত বাড়বে এ দেশে শীত বুড়ির আগমন তত তাড়াতাড়ি হবে।

 

ছবি সৌজন্য : shutterstock.com

 

 শীঘ্রই শুরু শীতের ব্যাটিং

শীত পড়বে দ্রুত এবং তা দীর্ঘায়িতও হবে। চলতি বছরে ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যেই শীত পড়বে। কিছু কিছু পাহাড়ি এলাকা জুড়ে বরফ পড়বে। তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নীচে। জনৈক আবহবিদের মতে উত্তর-পশ্চিমি হাওয়া ঢুকতে শুরু করেছে যা থেকে উত্তর ভারতে দ্রুত শীত পড়ার ইঙ্গিত মেলে। জানুয়ারি মাসে মহানগরীর তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে।

One thought on “উত্তুরে হাওয়ায় হিমেল স্পর্শ”

Comments are closed.