কলকাতা: শীত আসছে আসছে করে অবশেষে চলেই এল। ডিসেম্বরের শেষে তিলোত্তমায় বিশেষ পারদপতন না হলেও শীতের রাত পার্টি কিন্তু শুরু হয়ে গেছে। অন্যান্য জায়গায় ঠাণ্ডাও পড়েছে। ক্রিসমাস শেষে বর্ষবরণের পালা। বর্ষ শেষ এবং বর্ষ বরণের সন্ধিক্ষণ মানেই রাতভোর পার্টি। জ্যাকেটেই কেড়ে নিতে পারেন পার্টির স্পটলাইট।

 

পোশাকের কালেকশনে ক্রিস্প হোয়াইট শার্ট, ডেনিম, ওয়েল ফিটেড শু-এর পাশাপাশি লেদার জ্যাকেটও মাস্ট। কলকাতার শীতে লেদার জ্যাকেটের কথা শুনে চোখ কপালে উঠলেও ফ্যাশনিস্তাদের শীত পোশাকের তালিকায় লেদার জ্যাকেট ইন। কোন ধরণের পোশাকের সঙ্গে কীরকম লেদার জ্যাকেট পরবেন রইল তার টিপস।

 

বিদেশি বহু ব্র‌্যান্ডের স্টোর এখন শপিং মলে মজুত। ভাল কোনও ব্র‌্যান্ড থেকে জ্যাকেট কিনলে, জিনিসের মান নিয়ে চিন্তা অনেকটাই কমবে। তবে খুব চড়া দামের কিছু না কিনতে চাইলে ফঁ লেদার বা পিউ লেদার কিনতে পারেন। যাদের বাইকার লুকের লেদার জ্যাকেট অপছন্দ , তারা ফ্রিঞ্জড জ্যাকেট ট্রাই করতে পারেন। ক্রপড লেদার জ্যাকেট পার্টিতে ক্যারি করতে পারেন। হাই ওয়েস্টেড জিনসের সঙ্গে ভালই মানাবে। লেদার ট্রেঞ্চ জ্যাকেটে ক্লাসিক ট্রেঞ্চ কোট ও ক্যাজুয়াল লেদার জ্যাকেট দুয়ের স্বাদই একসঙ্গে পেয়ে যাবেন। ব্রাউন লেদার জ্যাকেটের কোনও বিকল্প নেই। ক্যামেল, কগন্যাক, মেহগনির মতো শেড কিনুন। সামনে জিপার ও কলারও দেখতে কেতাদুরস্ত।

 

সারাদিন কাজ কর্মের ধকলের পর পার্টিতে অনেকেই ক্যাজুয়াল লুকে চলে যান। এই লুকের জন্য জিনস ও গ্রাফিক প্রিন্টেড টি-শার্টের সঙ্গে পরতে পারেন বম্বার জ্যাকেট। হাই ওয়েস্টেড প্যান্ট-টপ ও পায়ে পয়েন্টেড টো হিলের সঙ্গে ক্রপড বাইকার জ্যাকেট অফিসের ফর্মাল লুকেও দিব্যি মানানসই। বেল্টেড জ্যাকেটের ভিতরের অংশে লেপার্ড বা স্নেক স্কিন প্রিন্ট ও যে কোনও ওয়েস্টার্ন ধাঁচের স্কার্টের সঙ্গে পরা যেতে পারে। তাহলে আর কী! পছন্দ মত যে কোনও ড্রেসের সঙ্গে মানানসই জ্যাকেট পরে তাক লাগিয়ে দিন সকলকে।