ফেব্রুয়ারি এলেই যেন বদলে যায় ভালবাসার সংজ্ঞা। সবাইকে ভালবাসো নিমেষে বন্দী হয় বিশেষ নারী, পুরুষের ভালবাসায়। যতই বলুক ভালবাসার কোনও দিন হয় না, তবুও প্রেমিক, প্রেমিকা প্রহর গোনে ১৪ই ফেব্রুয়ারির অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে – এর।ভালোবাসা দিবসে, দম্পতি বা প্রেমিক, প্রেমিকারা তাদের ভালবাসাকে বিভিন্ন উপায়ে প্রকাশ করে এবং এই দিনটিকে স্মরণীয় করে তুলতে কিংবা তাদের বিশেষ অনুভূতির প্রকাশ করতে নানা রকম উপহারে ভরিয়ে দিতে চান সঙ্গীকে। তবে উপহার দেওয়ার সময় কিছু জিনিস মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ।

 

বাস্তুশাস্ত্র অনুসারে, এমন কিছু উপহার রয়েছে যা সম্পর্কে তিক্ততা আনে। সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব নিয়ে আসে। এমনকী সে সম্পর্ক ভেঙেও যেতে পারে। তাই খুব সচেতন থেকে উপহার বেছে নিন সঙ্গীর জন্য, যাতে সেই উপহারের মধ্যেই পূর্ণতা পায় আপনাদের ভালবাসা। জেনে নিন এই ভালোবাসা দিবসে কোন উপহারগুলো এড়িয়ে চলা উচিত।

 

জুতো

বাড়ি ভর্তি জুতো। পোশাকের সঙ্গে মানানসই জুতো পরতে ভালবাসেন তিনি। যদি আপনার সঙ্গীকে তার পছন্দের জুতো উপহার দিতে চান তবে তা করবেন না। জুতো নেতিবাচক শক্তি বাড়ায় এবং আপনার সম্পর্ক নষ্ট করে। ভালবাসার দিনে তাই জুতো কখনও উপহার দিতে নেই।

 

রুমাল

বাস্তুশাস্ত্র অনুসারে, বন্ধু বা আপনার সঙ্গীকে রুমাল দেওয়া সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। সঙ্গীকে রুমাল উপহার দেওয়া আপনার বন্ধুত্বে ফাটল সৃষ্টি করতে পারে।

 

পারফিউম

মিষ্টি পারমিউমের গন্ধ অচিরেই একে অপরকে আকৃষ্ট করে। প্রেম দিবসে সঙ্গীকে কখনোই পারফিউম গিফট করবেন না। এতে সম্পর্কের মধ্যে দূরত্ব দেখা দেয় এবং ভুল বোঝাবুঝি বাড়তে থাকে। তাই ভুল করেও ভালবাসার দিনে উপহার হিসেবে পারফিউম কিনবেন না।

 

তাজ মহল

তাজমহলকে ভালোবাসার প্রতীক মনে করা হলেও তাজমহলের শো-পিস দেওয়া অশুভ বলে বিবেচিত হয়। কারণ তাজমহল হল মমতাজের সমাধি এবং বাস্তুশাস্ত্রে, কবরের মতো জিনিস সম্পর্কের মধ্যে নেতিবাচকতা আনতে পারে।