কলকাতা: বড়দিন মানেই ছুটি, হৈ হুল্লোর, আনন্দ। অনেকেই যান বড়দিন পার্টিতে। বিভিন্ন ক্লাব এবং হোটেলগুলোও আয়োজন করে বড়দিন পার্টির । কিন্তু যারা ভিড় পছন্দ করেন না, তারা নিজেদের মতই বাড়িতে আয়োজন করতে পারেন খ্রীস্টমাস পার্টির। কয়েকটি টিপস মাথায় রাখলে বাড়িতেই পার্টি হতে পারে আকর্ষণীয়।

 

1.পার্টি মানেই জমকালো সাজগোজ। পার্টি যখন বাড়িতেই তখন নিজের সঙ্গে বাড়িকেও সাজিয়ে তুলুন। ঘর সাজানোর জন্য় মনের মত রঙ বেছে নিন। ক্রিসমাস ট্রিকে সাজান হলুদ , সবুজ আলোয়। বাড়ির প্রবেশ দ্বারে বড় লাল রঙের মজা ঝুলিয়ে রাখুন। হালকা করে চলুক ইংরেজি গানের ইন্সট্রুমেন্টাল। চালাতে পারেন কোনও সফট মিউজিকও।

2. লিস্ট তৈরি করে নিন অতিথিদের। বাড়ির জায়গা অনুযায়ী তালিকা তৈরি করলে আপনার পক্ষেই সুবিধা। তালিকা তৈরি করার সময়ই জেনে নিন অতিথিদের কার কী পছন্দ।

3. মদ্যপানের ব্যবস্থা করলে, ওয়াইন, হুইসকিকেই প্রাধান্য দিন। বাচ্চা, বয়স্ক ব্যক্তি কিংবা অ্য়ালকোহল বর্জিত মানুষ বেশি থাকলে ফলের রসও রাখতে পারেন।

4. খাবারের মেনু তৈরি করার সময় প্রথমেই যেটা মাথায় রাখুন সেটা হল, কটা আইটেম করবেন। ঝামেলা কমাতে অল্পস্বল্প আইটেমে নজর দিন। চিকেন বা মটন কিংবা টার্কি রাখলে মেনু লিস্ট এমনি হিট। শেষপাতে রাখতে পারেন কাস্টার্ড বা কেক। প্রয়োজনে বাইরে থেকেও বাইরে থেকেও খাবার অর্ডার করতে পারেন।