ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খেলেই বিপদ। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে শরীরে বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স ব্যাকটেরিয়া। এই পরিস্থিতিতে প্রেসক্রিপসন ছাড়া ওষুধের দোকানে  অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ ও ব্যবহার রুখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য স্বাস্থ্য দফতর।

 

প্রাণী সম্পদ বিকাশ দফতর, মৎস্য দফতর অ্যান্টিবায়োটিক প্রতিরোধক বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য দফতর। জনৈক চিকিৎসকের বক্তব্য অনুযায়ী চিকিৎসক, কৃষি এবং মৎস্য বিভাগ দপ্তরের কর্মীদের ডেকে অ্যান্টিবায়োটিক সম্বন্ধে সরকারি গাইডলাইন ও WHO এর গাইডলাইন সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়। কৃষি ক্ষেত্র, মৎস্য চাষ এবং পোলট্রি ফার্মেও অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। গ্রামাঞ্চলেও নজরদারি চলবে। প্রায় এক তৃতীয়াংশ মানুষ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এবং দুই তৃতীয়াংশ বাকী ক্ষেত্রে ব্যবহার করা হয় যা আমাদের সভ্যতাকে ধ্বংস করতে পারে।

 

রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক মাসে রিভিউ, মিটিং হবে, যেখানে স্বাস্থ্য দফতর , প্রাণী সম্পদ বিকাশ দফতর, মৎস্য দফতর রিপোর্ট পেশ করবে।